ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫

চমকের ‘চুড়ি ছাম ছাম’ লুক মুগ্ধতা ছড়াল

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:২৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
  • ৪ বার দেখা হয়েছে

মাসখানেক আগে ইউটিউবে মুক্তি পেয়েছিল মিউজিক ভিডিও ‘চুড়ি ছাম ছাম’। গানটি প্রকাশের পর থেকেই দর্শকমহলে বেশ সাড়া ফেলেছে; আকর্ষণের মূল কেন্দ্রবিন্দুতে ছিলেন বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল রুকাইয়া জাহান চমক। সামাজিক মাধ্যমে সেই লুকগুলো প্রকাশ হতেই ফের আলোচনায় এই তারকা।

মডেলিং ও সাবলীল অভিনয়ের পাশাপাশি এবার আইটেম ড্যান্সার হিসেবে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন রুকাইয়া জাহান চমক। বিশেষ করে গানটি জনপ্রিয় হওয়ার পাশাপাশি আলাদা করে নজর কেড়েছে এই গানে তার সাজসজ্জা, লুক।

লাল শাড়ি, হাতে রেশমি চুড়ি আর ভারি গয়নায় তাকে দেখাচ্ছিল অনবদ্য ও মোহনীয়। সদ্যই এই মিউজিক ভিডিওর শুটিংয়ের একগুচ্ছ স্থিরচিত্র প্রকাশ করেন চমক। যেখানে তাকে কখনো নাচের মুদ্রায়, আবার কখনো পোজ দিয়ে আবার ক্যান্ডিড ভঙ্গিমায় দেখা গেছে। চমকের এই লুক কতটা সাড়া ফেলেছে, তা নেটিজেনদের মন্তব্যেই স্পষ্ট।

একজন মন্তব্য করেছেন, ‘গান, নাচ ও ড্রেস; সব দিক দিয়েই পারফেক্ট। হাজার বার দেখলেও নতুন লাগে’। আরেকজনের মন্তব্য, ‘চমক যেন এক অভাবনীয় সৌন্দর্যের প্রতীক।’ আবার অনেক ভক্ত তাকে ‘অলরাউন্ডার’ হিসেবেও আখ্যা দিয়েছেন।

শিফাত আব্দুল্লাহ আবিরের কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন তানভীর। গানটিতে গানটিতে কণ্ঠ দিয়েছেন লুইপা। চমকের জন্য আকর্ষণীয় এই কস্টিউম ডিজাইন করেছে আদি অভি।

চমকের ‘চুড়ি ছাম ছাম’ লুক মুগ্ধতা ছড়াল

প্রকাশিত : ০৯:২৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫

মাসখানেক আগে ইউটিউবে মুক্তি পেয়েছিল মিউজিক ভিডিও ‘চুড়ি ছাম ছাম’। গানটি প্রকাশের পর থেকেই দর্শকমহলে বেশ সাড়া ফেলেছে; আকর্ষণের মূল কেন্দ্রবিন্দুতে ছিলেন বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল রুকাইয়া জাহান চমক। সামাজিক মাধ্যমে সেই লুকগুলো প্রকাশ হতেই ফের আলোচনায় এই তারকা।

মডেলিং ও সাবলীল অভিনয়ের পাশাপাশি এবার আইটেম ড্যান্সার হিসেবে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন রুকাইয়া জাহান চমক। বিশেষ করে গানটি জনপ্রিয় হওয়ার পাশাপাশি আলাদা করে নজর কেড়েছে এই গানে তার সাজসজ্জা, লুক।

লাল শাড়ি, হাতে রেশমি চুড়ি আর ভারি গয়নায় তাকে দেখাচ্ছিল অনবদ্য ও মোহনীয়। সদ্যই এই মিউজিক ভিডিওর শুটিংয়ের একগুচ্ছ স্থিরচিত্র প্রকাশ করেন চমক। যেখানে তাকে কখনো নাচের মুদ্রায়, আবার কখনো পোজ দিয়ে আবার ক্যান্ডিড ভঙ্গিমায় দেখা গেছে। চমকের এই লুক কতটা সাড়া ফেলেছে, তা নেটিজেনদের মন্তব্যেই স্পষ্ট।

একজন মন্তব্য করেছেন, ‘গান, নাচ ও ড্রেস; সব দিক দিয়েই পারফেক্ট। হাজার বার দেখলেও নতুন লাগে’। আরেকজনের মন্তব্য, ‘চমক যেন এক অভাবনীয় সৌন্দর্যের প্রতীক।’ আবার অনেক ভক্ত তাকে ‘অলরাউন্ডার’ হিসেবেও আখ্যা দিয়েছেন।

শিফাত আব্দুল্লাহ আবিরের কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন তানভীর। গানটিতে গানটিতে কণ্ঠ দিয়েছেন লুইপা। চমকের জন্য আকর্ষণীয় এই কস্টিউম ডিজাইন করেছে আদি অভি।