ঢাকা ০৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫

গাজায় হামলার প্রতিবাদে ব্র্যাকের শিক্ষার্থীদের বিক্ষোভ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:৫৬:০৭ পূর্বাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
  • ১৮৬ বার দেখা হয়েছে

ফিলিস্তিনে ইসরাইলি বর্বর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সোমবার (৭ এপ্রিল) সকাল ৯টার দিকে বাড্ডায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের গেটে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

এ সময় তারা আজকের ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দেন। এ সময় ইসরাইলি বর্বরতার বিপক্ষে লেখা নানা প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলেন, অনতিবিলম্বে এই হত্যা বন্ধ করতে হবে। এসময় ইসরাইলকে বিশ্বের মানচিত্র থেকে গণহত্যার দায়ে মুছে ফেলার আহ্বান করেন তারা।

তারা বলেন, আমেরিকার মত যেসব দেশ এমন গণহত্যা দেখে নিশ্চুপ তাদেরও বয়কট করতে হবে। এসময় বাংলাদেশ সরকারকে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেয়ার আহ্বান জানান তারা।

বিক্ষোভে শিক্ষার্থীরা বলেন, গাজায় যা হচ্ছে তা সম্পূর্ণ যুদ্ধাপরাধ। এর প্রতিবাদে আজ কোনো ধরনের একাডেমিক কার্যক্রমে অংশ নেওয়া হবে না।

জনপ্রিয় সংবাদ

নির্বাচনে পুলিশ সক্ষমতা প্রমাণ করতে চায়

গাজায় হামলার প্রতিবাদে ব্র্যাকের শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশিত : ১১:৫৬:০৭ পূর্বাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫

ফিলিস্তিনে ইসরাইলি বর্বর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সোমবার (৭ এপ্রিল) সকাল ৯টার দিকে বাড্ডায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের গেটে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

এ সময় তারা আজকের ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দেন। এ সময় ইসরাইলি বর্বরতার বিপক্ষে লেখা নানা প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলেন, অনতিবিলম্বে এই হত্যা বন্ধ করতে হবে। এসময় ইসরাইলকে বিশ্বের মানচিত্র থেকে গণহত্যার দায়ে মুছে ফেলার আহ্বান করেন তারা।

তারা বলেন, আমেরিকার মত যেসব দেশ এমন গণহত্যা দেখে নিশ্চুপ তাদেরও বয়কট করতে হবে। এসময় বাংলাদেশ সরকারকে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেয়ার আহ্বান জানান তারা।

বিক্ষোভে শিক্ষার্থীরা বলেন, গাজায় যা হচ্ছে তা সম্পূর্ণ যুদ্ধাপরাধ। এর প্রতিবাদে আজ কোনো ধরনের একাডেমিক কার্যক্রমে অংশ নেওয়া হবে না।