ঢাকা ০৫:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬

ঢাবিতে গাছ বিতরণ জুলাই শহিদদের নামে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:০৩:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • ১৪৩ বার দেখা হয়েছে

জুলাই গণ-অভ্যুত্থানের শহিদদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে শহিদদের নামে গাছের চারা বিতরণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের দুই শিক্ষার্থী।  ‘শহিদ স্মৃতি বৃক্ষায়ন’ নামে নিজস্ব উদ্যোগে এই অভিনব কর্মসূচি পালন করেছেন ঢাবির  সমাজকল্যাণ ও গবেষণা ইন্সটিটিউটের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী মো. আব্দুল আহাদ ও আইন বিভাগের শিক্ষার্থী তৌফিকুল ইসলাম প্রতিক।

বুধবার (৯ জুলাই) বিকেল তিনটায় বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে এই গাছের চারা বিতরণ করেন তারা।

এ কর্মসূচির আওতায় হলের প্রতিটি কক্ষে একটি করে মোট ১৩০টি গাছের চারা বিতরণ করা হয়। প্রতিটা গাছের নাম একজন জুলাই শহিদের নামে নামকরণ করা হয়।

এ কর্মসূচির উদ্যোক্তা মো. আব্দুল আহাদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে দু হাজারেরও বেশি মানুষ জীবন দিয়েছে। তাদের আত্মত্যাগকে বইয়ের পাতার বাইরে বাস্তব জীবনেও স্মরণীয় করে রাখতে আমরা এ উদ্যোগ নিয়েছি। প্রতিটা গাছই আমাদের শহিদদের আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দেয়।

তিনি আরও বলেন, জুলাইয়ে দুই হাজারের অধিক শহিদ হয়েছেন। আমরা যেহেতু মোট ১৩০টি গাছ বিতরণ করছি আমাদের পক্ষে সব শহিদের নামে গাছ দেওয়া সম্ভব নয়। এজন্য আমরা চেষ্টা করেছি এখানে সব পর্যায়ের শহিদদের তুলে ধরতে। এখানে শহিদ আবু সাইদ থেকে শুরু করে রোহিঙ্গা শহিদ নুর মোস্তফার নামও রয়েছে।

আরেক উদ্যোক্তা তৌফিকুল ইসলাম প্রতিক বলেন, আমরা প্রথমে শুধু হলে গাছ বিতরণের কথা চিন্তা করছিলাম। পরে ভাবলাম জুলাইয়ের শহিদদের স্মৃতিকে জীবন্ত রাখতে তাদের নামে গাছের নামকরণ করি। এখানে প্রতিটা গাছ জুলাইয়ের স্মৃতি স্মারক হয়ে থাকবে। আমরা চাই এর মাধ্যমে আমাদের কাছে শহিদদের অবদান চিরজীবী হয়ে থাকুক।

জনপ্রিয় সংবাদ

বিসিবি পরিচালক নাজমুল শোকজের জবাব দিয়েছেন

ঢাবিতে গাছ বিতরণ জুলাই শহিদদের নামে

প্রকাশিত : ১২:০৩:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

জুলাই গণ-অভ্যুত্থানের শহিদদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে শহিদদের নামে গাছের চারা বিতরণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের দুই শিক্ষার্থী।  ‘শহিদ স্মৃতি বৃক্ষায়ন’ নামে নিজস্ব উদ্যোগে এই অভিনব কর্মসূচি পালন করেছেন ঢাবির  সমাজকল্যাণ ও গবেষণা ইন্সটিটিউটের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী মো. আব্দুল আহাদ ও আইন বিভাগের শিক্ষার্থী তৌফিকুল ইসলাম প্রতিক।

বুধবার (৯ জুলাই) বিকেল তিনটায় বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে এই গাছের চারা বিতরণ করেন তারা।

এ কর্মসূচির আওতায় হলের প্রতিটি কক্ষে একটি করে মোট ১৩০টি গাছের চারা বিতরণ করা হয়। প্রতিটা গাছের নাম একজন জুলাই শহিদের নামে নামকরণ করা হয়।

এ কর্মসূচির উদ্যোক্তা মো. আব্দুল আহাদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে দু হাজারেরও বেশি মানুষ জীবন দিয়েছে। তাদের আত্মত্যাগকে বইয়ের পাতার বাইরে বাস্তব জীবনেও স্মরণীয় করে রাখতে আমরা এ উদ্যোগ নিয়েছি। প্রতিটা গাছই আমাদের শহিদদের আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দেয়।

তিনি আরও বলেন, জুলাইয়ে দুই হাজারের অধিক শহিদ হয়েছেন। আমরা যেহেতু মোট ১৩০টি গাছ বিতরণ করছি আমাদের পক্ষে সব শহিদের নামে গাছ দেওয়া সম্ভব নয়। এজন্য আমরা চেষ্টা করেছি এখানে সব পর্যায়ের শহিদদের তুলে ধরতে। এখানে শহিদ আবু সাইদ থেকে শুরু করে রোহিঙ্গা শহিদ নুর মোস্তফার নামও রয়েছে।

আরেক উদ্যোক্তা তৌফিকুল ইসলাম প্রতিক বলেন, আমরা প্রথমে শুধু হলে গাছ বিতরণের কথা চিন্তা করছিলাম। পরে ভাবলাম জুলাইয়ের শহিদদের স্মৃতিকে জীবন্ত রাখতে তাদের নামে গাছের নামকরণ করি। এখানে প্রতিটা গাছ জুলাইয়ের স্মৃতি স্মারক হয়ে থাকবে। আমরা চাই এর মাধ্যমে আমাদের কাছে শহিদদের অবদান চিরজীবী হয়ে থাকুক।