ভারতে একটি জুয়েলারি দোকানে অভিনব কায়দায় ডাকাতির ঘটনা ঘটেছে। ডেলিভারি ম্যানের ছদ্মবেশে এসে দুই ব্যক্তি ওই জুয়েলারি থেকে বিপুল পরিমাণ অর্থের গয়না লুট করে নিয়ে যায়।
চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দেশটির উত্তরপ্রদেশের গাজিয়াবাদে। শুক্রবার (২৫ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
সংবাদমাধ্যমটি বলছে, উত্তরপ্রদেশের গাজিয়াবাদে বৃহস্পতিবার দুপুরে ফুড ডেলিভারি কর্মীর ছদ্মবেশে দুই ব্যক্তি একটি জুয়েলারি দোকানে ঢুকে ডাকাতি করেছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ৩টার দিকে এই ঘটনাটি ঘটে, যার পুরোটা ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়।
এরপর দুই জনই দোকানের শোকেস থেকে দ্রুত গয়না বের করে ব্যাগে ভরে নেয়। একপর্যায়ে, তাদের একজন কাউন্টারের ওপর দিয়ে একটি চেয়ার ছুড়ে মারেন, যাতে অন্য পাশের গয়নাও নেওয়া যায়।
ডাকাতি চলাকালে দোকানের একজন কর্মী এক কোণায় দাঁড়িয়ে ছিলেন, কিছু করতে পারেননি। মাত্র কয়েক মিনিটের মধ্যেই তারা পুরো দোকান ফাঁকা করে দেয় এবং পরে একটি বাইকে করে পালিয়ে যায়।
দোকান থেকে প্রায় ২০ কেজি রূপা ও ১২৫ গ্রাম সোনা চুরি হয়েছে বলে জানা গেছে।
দোকানের মালিক বলেন, “তারা পাঁচ-ছয় মিনিটের মধ্যে সব গয়না নিয়ে যায়। আমি তখন ওয়াশরুমে ছিলাম। কেয়ারটেকার ‘চোর চোর’ চিৎকার করায় আমি দৌড়ে দোকানে যাই। তারপরই পুলিশে ফোন দিই। পুলিশ ১৫-২০ মিনিটের মধ্যে এসে তদন্ত শুরু করে।”

ডেস্ক রিপোর্ট 























