ঢাকা ১০:১৫ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬

ইসরায়েলিদের রেস্তোরাঁ থেকে তাড়িয়ে দিলেন ওয়েটার অস্ট্রিয়ায়

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:৩২:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
  • ১৬৪ বার দেখা হয়েছে

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার একটি রেস্তোরাঁ থেকে তিন ইসরায়েলিকে তাড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। যারমধ্যে আমিত পেলেদ নামে এক বাদ্যযন্ত্র বাদক ছিলেন। যিনি ইসরায়েলে বেশ পরিচিত।

ইনস্টাগ্রামে এ ঘটনাটি নিজেই জানিয়েছেন আমিত পেলেদ। তিনি বলেছেন, অপর দুইজনকে নিয়ে গত শুক্রবার ভিয়েনার একটি ইতালিয়ান রেস্তোরাঁয় গিয়েছিলেন তিনি। ওই সময় তারা হিব্রু ভাষায় কথা বলছিলেন। এ ভাষা শুনে ক্ষিপ্ত হন ওয়েটার।

তিনি ইনস্টাগ্রামে লিখেছেন, “আমাদের অর্ডার নেওয়ার পর, ওয়েটার হঠাৎ ফিরে এসে জিজ্ঞেস করেন আমরা কোন ভাষায় কথা বলছি। আমি সুন্দর করে বলি ইংরেজি আর জার্মান। ওয়েটার বলেন ‘না না আপনারা এখন কোন ভাষায় কথা বলছেন’। আমি উত্তর দেই হিব্রুতে।”

“তিনি সরাসরি আমার চোখের দিকে তাকান এবং কোনো দ্বিধা ছাড়াই বলেন, ‘এখান থেকে বেরিয়ে যান। আমি আপনাদের খাবার দিতে পারব না।”— লেখেন এ ইসরায়েলি।

এ ঘটনা হতভম্ব হয়ে যান বলে জানিয়েছেন তিনি। তবে তিনি সবচেয়ে বেশি আশ্চর্য হয়েছেন, রেস্তোরাঁটিতে অন্য যারা খাচ্ছিলেন তারা কোনো কিছু বলেননি। উল্টো সবাই যার যার খাবারে মনোযোগ দেন।

এ দখলদার লিখেছেন, “প্রথম অপমান ছিল অনেক বড়। কিন্তু যা আমাদের সবচেয়ে বেশি আঘাত করেছে, অথবা করেনি। আমাদের আশপাশে যারা ছিলেন তারা প্রথমে আশ্চর্য হন। অনেকে আমাদের দিকে সহানুভূতির চোখে তাকান। কিন্তু তারা আবার নিরবে তাদের খাবারে মনযোগ দেন, কথাবার্তায় ফিরে যান। বিষয়টি এমন ছিল যেন কিছুই হয়নি।”

জনপ্রিয় সংবাদ

শেরপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর মনোনয়ন জটিলতা নিরসনে দোয়া ও মিলাদ

ইসরায়েলিদের রেস্তোরাঁ থেকে তাড়িয়ে দিলেন ওয়েটার অস্ট্রিয়ায়

প্রকাশিত : ০৮:৩২:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার একটি রেস্তোরাঁ থেকে তিন ইসরায়েলিকে তাড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। যারমধ্যে আমিত পেলেদ নামে এক বাদ্যযন্ত্র বাদক ছিলেন। যিনি ইসরায়েলে বেশ পরিচিত।

ইনস্টাগ্রামে এ ঘটনাটি নিজেই জানিয়েছেন আমিত পেলেদ। তিনি বলেছেন, অপর দুইজনকে নিয়ে গত শুক্রবার ভিয়েনার একটি ইতালিয়ান রেস্তোরাঁয় গিয়েছিলেন তিনি। ওই সময় তারা হিব্রু ভাষায় কথা বলছিলেন। এ ভাষা শুনে ক্ষিপ্ত হন ওয়েটার।

তিনি ইনস্টাগ্রামে লিখেছেন, “আমাদের অর্ডার নেওয়ার পর, ওয়েটার হঠাৎ ফিরে এসে জিজ্ঞেস করেন আমরা কোন ভাষায় কথা বলছি। আমি সুন্দর করে বলি ইংরেজি আর জার্মান। ওয়েটার বলেন ‘না না আপনারা এখন কোন ভাষায় কথা বলছেন’। আমি উত্তর দেই হিব্রুতে।”

“তিনি সরাসরি আমার চোখের দিকে তাকান এবং কোনো দ্বিধা ছাড়াই বলেন, ‘এখান থেকে বেরিয়ে যান। আমি আপনাদের খাবার দিতে পারব না।”— লেখেন এ ইসরায়েলি।

এ ঘটনা হতভম্ব হয়ে যান বলে জানিয়েছেন তিনি। তবে তিনি সবচেয়ে বেশি আশ্চর্য হয়েছেন, রেস্তোরাঁটিতে অন্য যারা খাচ্ছিলেন তারা কোনো কিছু বলেননি। উল্টো সবাই যার যার খাবারে মনোযোগ দেন।

এ দখলদার লিখেছেন, “প্রথম অপমান ছিল অনেক বড়। কিন্তু যা আমাদের সবচেয়ে বেশি আঘাত করেছে, অথবা করেনি। আমাদের আশপাশে যারা ছিলেন তারা প্রথমে আশ্চর্য হন। অনেকে আমাদের দিকে সহানুভূতির চোখে তাকান। কিন্তু তারা আবার নিরবে তাদের খাবারে মনযোগ দেন, কথাবার্তায় ফিরে যান। বিষয়টি এমন ছিল যেন কিছুই হয়নি।”