ব্রাজিল জাতীয় দলে নেইমার জুনিয়রের ফেরার বিষয়টি নির্ভর করছে চোট কাটিয়ে ফেরার পর তার ফিটনেস ও ক্লাবের হয়ে ব্যক্তিগত পারফরম্যান্স। আজ (মঙ্গলবার) সকালে জুভেন্টুডের বিপক্ষে নেইমার জোড়া গোলে সান্তোসকে জিতিয়েছেন। এরপরই উঠেছে তার জাতীয় দলে ফেরার প্রসঙ্গ। জবাব দিতে গিয়ে তিনি বল ঠেলে দিয়েছেন কার্লো আনচেলত্তিসহ ব্রাজিলের কোচিং প্যানেলের দিকে।
এদিন ব্রাজিলিয়ান লিগের ম্যাচে সান্তোস ৩-১ ব্যবধানে জয় পেয়েছে। ৩৭তম মিনিটে নেইমারের গোলে এগিয়ে যায় তারা। ৮০তম মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করেন এই সেলেসাও তারকা। যা লিগে টানা তিন ম্যাচ পর সান্তোসকে জয়ের ধারায় ফেরাল। শেষ তিন ম্যাচে তারা দুই হারের বিপরীতে ড্র করেছে একটিতে। যদিও এখনও বিপদ এড়াতে পারেনি নেইমারের ক্লাব, লিগে ১৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের ১৫তম স্থানে রয়েছে সান্তোস।
আগামী সেপ্টেম্বরে লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে দুটি ম্যাচ খেলবে ব্রাজিল। ইতোমধ্যে বিশ্বকাপ নিশ্চিত করা আনচেলত্তির শিষ্যরা ৪ সেপ্টেম্বর চিলি এবং ৯ সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে খেলবে। এরই মধ্যে বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত হওয়ায় ম্যাচগুলোতে চাপ কম থাকলেও, বিশ্বকাপের আগে জাতীয় দলে জায়গা করে নিতে চান নেইমার। তার আগেই সান্তোসের জার্সিতে পারফরম্যান্স দিয়ে তিনি ফের নজর কাড়লেন। আজকের জয় ক্লাবটিকে রেলিগেশন জোন থেকে কিছুটা নিরাপদ জায়গায় টেনে এনেছে।
ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নেইমার বলেন, ‘সবাই জানে আমার খেলার ধরন। আমি তৈরি আছি, অ্যাথলেট হিসেবেও এখনও ফিট। (জাতীয় দলে ডাক পাওয়া নিয়ে) সবকিছু তাদের ওপর নির্ভর করছে।’ সান্তোসের ম্যাচটি দেখতে ব্রাজিল ফুটবল ফেডারেশনের (সিবিএফ) নির্বাচক রদ্রিগো কায়েতানো এবং আনচেলত্তির কোচিং স্টাফের কয়েকজন স্টেডিয়ামে উপস্থিত ছিলেন।
জয় পেলেও এখনও রেলিগেশন অঞ্চলের কাছাকাছি রয়েছে সান্তোস। ৩ পয়েন্টের ব্যবধানে তারা কিছুটা বিপদ এড়িয়েছে। দলের ১৫তম স্থানে থাকা নিয়ে ৩৩ বছর বয়সী এই তারকা আরও বলেন, ‘আমাদের এখন থেকেই উন্নতি করতে হবে।’ নিজেকে নিয়েও আত্মবিশ্বাসী নেইমার, ‘সবাই জানে আমার গুণগত মান আছে, আমাকে আর কাউকে কিছু প্রমাণ করতে হয় না।’