ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬

পাকিস্তানে ভারী বৃষ্টিতে একদিনে ১৬৪ জন নিহত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৭:১৪:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
  • ১৫০ বার দেখা হয়েছে

কাশ্মিরসহ বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাতে গত ২৪ ঘণ্টায় পাকিস্তানে ১৬৪ জন নিহত হয়েছেন। বৃষ্টির প্রভাবে আকস্মিক বন্যা ও ভূমিধসে এসব প্রাণহানির ঘটনা ঘটেছে।

এরমধ্যে শুধুমাত্র খাইবার পাহাড়ি পাখতুনখাওয়া প্রদেশে ১৫০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ৩০টি বাড়ি ধ্বংস হয়ে গেছে। সেখানে উদ্ধার অভিযানে যাওয়া একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচ ক্রু নিহত হয়েছেন।

অপরদিকে কাশ্মিরে অন্তত ৯ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। আর উত্তরাঞ্চলের গিলগিট-বালতিস্তান প্রদেশে আরও পাঁচজন নিহত হয়েছেন।

সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ২১ আগস্ট পর্যন্ত ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। পাকিস্তানের উত্তরপূর্বাঞ্চলে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া কিছু অঞ্চলকে দুর্যোগ জোন হিসেবে ঘোষণা করা হয়েছে।

খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর জানিয়েছেন, আফগান সীমান্তবর্তী বাজুরে যাওয়ার সময় একটি এম-১৭ হেলিকপ্টার বিধ্বস্ত হয়।

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে গতকাল মেঘ বিস্ফোরণে অন্তত ৬০ জন নিহত হন। এতে আহত হন আরও ২০০ জন। মেঘ বিস্ফোরণে সৃষ্ট আকস্মিক বন্যা সামনের সবকিছু ভাসিয়ে নিয়ে যায়। যেগুলোর ধ্বংসস্তূপের নিচে অন্তত ৫০০ জন আটকে পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

দুমকিতে মুন পরিবহন থেকে ৫ মণ জাটকা জব্দ

পাকিস্তানে ভারী বৃষ্টিতে একদিনে ১৬৪ জন নিহত

প্রকাশিত : ০৭:১৪:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫

কাশ্মিরসহ বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাতে গত ২৪ ঘণ্টায় পাকিস্তানে ১৬৪ জন নিহত হয়েছেন। বৃষ্টির প্রভাবে আকস্মিক বন্যা ও ভূমিধসে এসব প্রাণহানির ঘটনা ঘটেছে।

এরমধ্যে শুধুমাত্র খাইবার পাহাড়ি পাখতুনখাওয়া প্রদেশে ১৫০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ৩০টি বাড়ি ধ্বংস হয়ে গেছে। সেখানে উদ্ধার অভিযানে যাওয়া একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচ ক্রু নিহত হয়েছেন।

অপরদিকে কাশ্মিরে অন্তত ৯ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। আর উত্তরাঞ্চলের গিলগিট-বালতিস্তান প্রদেশে আরও পাঁচজন নিহত হয়েছেন।

সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ২১ আগস্ট পর্যন্ত ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। পাকিস্তানের উত্তরপূর্বাঞ্চলে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া কিছু অঞ্চলকে দুর্যোগ জোন হিসেবে ঘোষণা করা হয়েছে।

খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর জানিয়েছেন, আফগান সীমান্তবর্তী বাজুরে যাওয়ার সময় একটি এম-১৭ হেলিকপ্টার বিধ্বস্ত হয়।

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে গতকাল মেঘ বিস্ফোরণে অন্তত ৬০ জন নিহত হন। এতে আহত হন আরও ২০০ জন। মেঘ বিস্ফোরণে সৃষ্ট আকস্মিক বন্যা সামনের সবকিছু ভাসিয়ে নিয়ে যায়। যেগুলোর ধ্বংসস্তূপের নিচে অন্তত ৫০০ জন আটকে পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।