ঢাকা ০২:১৭ অপরাহ্ন, বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

হারিকেন অ্যারিনে আশ্চর্যজনক পরিবর্তন দেখা গেছে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:০৪:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
  • ৮০ বার দেখা হয়েছে

ক্যারবীয় অঞ্চলের দিকে চোখ রাখানো হারিকেন অ্যারিনে আশ্চর্যজনক পরিবর্তন দেখা গেছে। হারিকেনটি মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে ক্যাটাগরি-১ থেকে ক্যাটাগরি-৫ এ রূপ নিয়েছিল। যা রীতিমতো বিষ্মিত করেছিল আবহাওয়াবিদদের।

তবে হারিকেনটি কিছুটা দুর্বল হয়ে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার (১৭ আগস্ট) সকালে ক্যাটাগরি-৩ হারিকেনে পরিণত হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী, এটি ক্যাটাগরি-৩ হারিকেন হিসেবেই অবস্থান করছে।

সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, পৃথিবীর বায়ুমণ্ডল উষ্ণ হয়ে যাওয়ায় আশ্চর্যজনক পরিবর্তনের মধ্যে দিয়ে গেছে।

শনিবার কিছু সময়ের জন্য হারিকেনটি ক্যাটাগরি-৫ বা সর্বোচ্চ শক্তিশালী ঝড়ে পরিণত হয়ে গিয়েছিল। এরপর রোববার এটির শক্তি কমে যায়। এখন হারিকেনটি আটলান্টিক মহাসাগরের উত্তরাঞ্চলের দিকে ধেয়ে যাচ্ছে।

শুক্রবার হারিকেনটি ক্যাটাগরি-১ শক্তিশালী ছিল। সকাল ১১টার দিকে এটির বাতাসের গতিবেগ ছিল ১২০ কি.মি ঘণ্টা। কিন্তু শনিবারই এটি শক্তি বেড়ে ক্যাটাগরি-৫ হারিকেনে রূপ নেয়। ওই সময় হারিকেনের বাতাসের গতিবেগ বেড়ে দাঁড়ায় ২৫৭ কিলোমিটার ঘণ্টা।

আটলান্টিকে যত হারিকেন হয়েছে, এরমধ্যে দ্রুত সময়ের মধ্যে এই হারিকেনটি সর্বোচ্চ শক্তি সঞ্চার করে ইতিহাসের পাতায় ঠাঁই করে নিয়েছে।

সিএনএন আরও জানিয়েছে, সাধারণত সেপ্টেম্বর ও অক্টোবর মাসে যেসব হারিকেন সৃষ্টি হয় সেগুলো দ্রুত সময়ের মধ্যে শক্তি সঞ্চার করে থাকে। কিন্তু সেপ্টেম্বরের আগে আটলান্টিকে সৃষ্ট হওয়া কোনো হারিকেন এবারই প্রথম এত দ্রুত সময়ে সর্বোচ্চ শক্তি ধারণ করেছিল।

এছাড়া হারিকেন অ্যারিন আটলান্টিকে সৃষ্ট হওয়া ৪৩তম ঝড় যেটি ক্যাটাগরি-৫ রূপ নিয়েছিল। সে হিসেবে এটি একটি বিরল ঝড়।

এদিকে হারিকেনটি এখন য পথে এগোচ্ছে এতে এটি স্থলে আঘাত হানার কোনো পূর্বাভাস নেই। বর্তমান গতিপথে এগোতে থাকলে এটি পুয়ের্তো রিকোর উত্তরাঞ্চলের পাশ দিয়ে উত্তর-উত্তরপূর্ব দিকে বাক নিয়ে আগামী সপ্তাহে আটলান্টিকের খোলা জায়গায় যাবে। হারিকেনটির আকার দ্বিগুণ অথবা তিনগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে।

হারিকেন অ্যারিনে আশ্চর্যজনক পরিবর্তন দেখা গেছে

প্রকাশিত : ০৯:০৪:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫

ক্যারবীয় অঞ্চলের দিকে চোখ রাখানো হারিকেন অ্যারিনে আশ্চর্যজনক পরিবর্তন দেখা গেছে। হারিকেনটি মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে ক্যাটাগরি-১ থেকে ক্যাটাগরি-৫ এ রূপ নিয়েছিল। যা রীতিমতো বিষ্মিত করেছিল আবহাওয়াবিদদের।

তবে হারিকেনটি কিছুটা দুর্বল হয়ে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার (১৭ আগস্ট) সকালে ক্যাটাগরি-৩ হারিকেনে পরিণত হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী, এটি ক্যাটাগরি-৩ হারিকেন হিসেবেই অবস্থান করছে।

সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, পৃথিবীর বায়ুমণ্ডল উষ্ণ হয়ে যাওয়ায় আশ্চর্যজনক পরিবর্তনের মধ্যে দিয়ে গেছে।

শনিবার কিছু সময়ের জন্য হারিকেনটি ক্যাটাগরি-৫ বা সর্বোচ্চ শক্তিশালী ঝড়ে পরিণত হয়ে গিয়েছিল। এরপর রোববার এটির শক্তি কমে যায়। এখন হারিকেনটি আটলান্টিক মহাসাগরের উত্তরাঞ্চলের দিকে ধেয়ে যাচ্ছে।

শুক্রবার হারিকেনটি ক্যাটাগরি-১ শক্তিশালী ছিল। সকাল ১১টার দিকে এটির বাতাসের গতিবেগ ছিল ১২০ কি.মি ঘণ্টা। কিন্তু শনিবারই এটি শক্তি বেড়ে ক্যাটাগরি-৫ হারিকেনে রূপ নেয়। ওই সময় হারিকেনের বাতাসের গতিবেগ বেড়ে দাঁড়ায় ২৫৭ কিলোমিটার ঘণ্টা।

আটলান্টিকে যত হারিকেন হয়েছে, এরমধ্যে দ্রুত সময়ের মধ্যে এই হারিকেনটি সর্বোচ্চ শক্তি সঞ্চার করে ইতিহাসের পাতায় ঠাঁই করে নিয়েছে।

সিএনএন আরও জানিয়েছে, সাধারণত সেপ্টেম্বর ও অক্টোবর মাসে যেসব হারিকেন সৃষ্টি হয় সেগুলো দ্রুত সময়ের মধ্যে শক্তি সঞ্চার করে থাকে। কিন্তু সেপ্টেম্বরের আগে আটলান্টিকে সৃষ্ট হওয়া কোনো হারিকেন এবারই প্রথম এত দ্রুত সময়ে সর্বোচ্চ শক্তি ধারণ করেছিল।

এছাড়া হারিকেন অ্যারিন আটলান্টিকে সৃষ্ট হওয়া ৪৩তম ঝড় যেটি ক্যাটাগরি-৫ রূপ নিয়েছিল। সে হিসেবে এটি একটি বিরল ঝড়।

এদিকে হারিকেনটি এখন য পথে এগোচ্ছে এতে এটি স্থলে আঘাত হানার কোনো পূর্বাভাস নেই। বর্তমান গতিপথে এগোতে থাকলে এটি পুয়ের্তো রিকোর উত্তরাঞ্চলের পাশ দিয়ে উত্তর-উত্তরপূর্ব দিকে বাক নিয়ে আগামী সপ্তাহে আটলান্টিকের খোলা জায়গায় যাবে। হারিকেনটির আকার দ্বিগুণ অথবা তিনগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে।