নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মালালা ইউসুফজাই তার নিজ দেশ পাকিস্তানে আয়োজিত মেয়েদের শিক্ষা বিষয়ক একটি সম্মেলনে যোগ দেবেন।
এক সময় স্কুল শিক্ষার্থী থাকা অবস্থায় তিনি উগ্রপন্থীদের হাতে প্রাণঘাতী হামলার শিকার হয়েছিলেন। ২০১২ সালে পাকিস্তানি তালেবান তার কার্য়ক্রমে ক্ষুব্ধ হয়ে তাকে গুলি করে। এর পরপরই তাকে চিকিৎসার জন্য দেশ থেকে সরিয়ে নেওয়া হয়। আহত হয়ে দেশ ছাড়ার পর মালালা ২০১৮ সালে একবার দেশে এসেছিলেন।
শুক্রবার এক্স-এ দেওয়া এক পোস্টে মালালা বলেন, ‘মুসলিম বিশ্ব থেকে আগত নেতাদের সঙ্গে মেয়েদের শিক্ষার ওপর গুরুত্বপূর্ণ একটি সম্মেলনে অংশগ্রহণ করতে পারব বলে আমি আনন্দিত।’
তিনি বলেন, ‘রোববার, আমি মেয়েদের স্কুলে যাওয়ার অধিকারের সুরক্ষার বিষয়ে এবং আফগান নারী ও মেয়েদের বিরুদ্ধে অপরাধের জন্য তালেবান নেতাদের কীভাবে জবাবদিহির আওতায় আনা যায় সে বিষয়ে কথা বলব।’
তার দাতব্য সংস্থা মালালা ফান্ডের একজন মুখপাত্র নিশ্চিত করেছেন যে তিনি সম্মেলনে সরাসরি উপস্থিত থাকবেন।
দুই দিনব্যাপী এই সম্মেলন শনিবার ও রোববার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হবে। সম্মেলনটিতে মুসলিম সম্প্রদায়ের মেয়েদের শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।