ইয়েমেনের বিদ্রোহী সরকারের সেনাপ্রধানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে স্বীকার করেছে দখলদার ইসরায়েল। গতকাল (২৮ আগস্ট) ইয়েমেনের রাজধানী সানায় একাধিক হামলা চালায় ইসরায়েল। এরমধ্যে দেশটির হুতি বিদ্রোহী সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাভি নিহত হয়েছেন বলে জানিয়েছে একাধিক ইয়েমেনি সংবাদমাধ্যম।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) হুতি সেনাপ্রধানকে লক্ষ্য করে হামলার ব্যাপারে বলেছে, সেনাপ্রধানের সঙ্গে প্রতিরক্ষামন্ত্রীর ওপরও হামলা চালানো হয়েছে। আইডিএফ আরও বলেছে, তাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল বিদ্রোহীদের সেনাপ্রধান প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে যাবেন। ওই গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করেই হামলা হয়েছে।

তবে হামলায় কি তারা নিহত হয়েছেন কি না সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।
২০১৫ সালে ইয়েমেনের রাজধানী সানা দখল করে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা। এরপর তৎকালীন প্রেসিডেন্ট আব্দ-রাব্বু মনসু হাদি সৌদি আরবে পালিয়ে যান। তিনি হুতিদের প্রতিষ্ঠিত সরকারকে অবৈধ ঘোষণা করেন। এরপর তার সমর্থনে ইয়েমেনে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক ব্যাপক হামলা চালায়। তা সত্ত্বেও হুতিদের প্রতিহত করা যায়নি। তারা এখনো সানার নিয়ন্ত্রণ নিজেদের কাছে ধরে রাখতে পেরেছে। এই সরকারের প্রধানমন্ত্রী ছিলেন রাহাভি।
দখলদার ইসরায়েল ফিলিস্তিনের গাজায় বর্বরতা চালানোয় তাদের ওপর নিয়মিত ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল হামলা চালাচ্ছিল হুতিরা। এরমধ্যেই গতকাল তাদের প্রধানমন্ত্রীকে হত্যা করল ইসরায়েল।

ডেস্ক রিপোর্ট 























