ঢাকা ১১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬

জবি ইস্যুতে শিক্ষা মন্ত্রণালয় বুধবার সভা ডেকেছে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৪:৩৪:০৭ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
  • ২১৫ বার দেখা হয়েছে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তরের বিষয়ে আলোচনা করতে শিক্ষা মন্ত্রণালয়ের সভা আগামী বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত হবে।

সোমবার (১৩ জানুয়ারি) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আহমেদ শিবলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস স্থাপন, ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন প্রকল্প’ শীর্ষক প্রকল্পের স্টিয়ারিং কমিটির সভা আগামী ১৫ জানুয়ারি বেলা সাড়ে ১১টায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরের সভাপতিত্বে এ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত হবে।

এতে সভার আলোচ্যসূচি হিসেবে বলা হয়েছে, প্রকল্পের কাজ বাংলাদেশ সেনাবাহিনীর নিকট হস্তান্তর, অগ্রগতি পর্যালোচনা এবং বিবিধ।

এ ছাড়া বিজ্ঞপ্তিতে ওই সভায় সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার বা প্রতিনিধি প্রেরণের জন্য অনুরোধ করা হয়।

এর আগে গতকাল রোববার তিন দফা দাবিতে আন্দোলনে গণ-অনশন শুরু করে জবি শিক্ষার্থীরা। তাদের দাবিগুলো হলো— ২য় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তর করা, শিক্ষার্থীদের অস্থায়ী আবাসনের ব্যবস্থা করা, অস্থায়ী আবাসনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত অন্তত ৭০ ভাগ শিক্ষার্থীকে আবাসন ভাতা দিতে হবে।

জনপ্রিয় সংবাদ

As the New Year unfolds, may every effort turn into achievement and every dream into reality. Wish you all a very Happy New Year 2026.

জবি ইস্যুতে শিক্ষা মন্ত্রণালয় বুধবার সভা ডেকেছে

প্রকাশিত : ০৪:৩৪:০৭ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তরের বিষয়ে আলোচনা করতে শিক্ষা মন্ত্রণালয়ের সভা আগামী বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত হবে।

সোমবার (১৩ জানুয়ারি) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আহমেদ শিবলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস স্থাপন, ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন প্রকল্প’ শীর্ষক প্রকল্পের স্টিয়ারিং কমিটির সভা আগামী ১৫ জানুয়ারি বেলা সাড়ে ১১টায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরের সভাপতিত্বে এ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত হবে।

এতে সভার আলোচ্যসূচি হিসেবে বলা হয়েছে, প্রকল্পের কাজ বাংলাদেশ সেনাবাহিনীর নিকট হস্তান্তর, অগ্রগতি পর্যালোচনা এবং বিবিধ।

এ ছাড়া বিজ্ঞপ্তিতে ওই সভায় সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার বা প্রতিনিধি প্রেরণের জন্য অনুরোধ করা হয়।

এর আগে গতকাল রোববার তিন দফা দাবিতে আন্দোলনে গণ-অনশন শুরু করে জবি শিক্ষার্থীরা। তাদের দাবিগুলো হলো— ২য় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তর করা, শিক্ষার্থীদের অস্থায়ী আবাসনের ব্যবস্থা করা, অস্থায়ী আবাসনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত অন্তত ৭০ ভাগ শিক্ষার্থীকে আবাসন ভাতা দিতে হবে।