ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

বিনামূল্যে স্কুলড্রেস পাচ্ছে লক্ষ্মীপুরের দেড় হাজার শিক্ষার্থী

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:১৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • ৪১ বার দেখা হয়েছে

লক্ষ্মীপুর সদরে বিনামূল্যে দেড় হাজার শিক্ষার্থীকে স্কুলড্রেস দেওয়ার কার্যক্রম উদ্বোধন করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে সদর উপজেলা পরিষদ হল রুমে ৬০ জন শিক্ষার্থীকে নতুন স্কুলল্ড্রেস দেওয়া হয়।

একই সময়ে ৭০টি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য শিক্ষকদের কাছে ক্রীড়া সামগ্রী হস্তান্তর করা হয়। এ ছাড়া, ছাত্রীদের জন্য ১৫টি প্রতিষ্ঠানে একটি করে স্যানেটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ করা হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভি দাশের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা গৌতম চন্দ্র মিত্র ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদ প্রমুখ।

জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, ইতোমধ্যে শিক্ষা ব্যবস্থাকে ত্বরান্বিত করতে আমরা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছি। আজকের শিক্ষার্থীরা সঠিকাবে শিক্ষাগ্রহণ করে ভবিষ্যতে যেন বড় হয়ে উঠতে পারে। পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদেরকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে হবে।

 

বিনামূল্যে স্কুলড্রেস পাচ্ছে লক্ষ্মীপুরের দেড় হাজার শিক্ষার্থী

প্রকাশিত : ০৮:১৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

লক্ষ্মীপুর সদরে বিনামূল্যে দেড় হাজার শিক্ষার্থীকে স্কুলড্রেস দেওয়ার কার্যক্রম উদ্বোধন করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে সদর উপজেলা পরিষদ হল রুমে ৬০ জন শিক্ষার্থীকে নতুন স্কুলল্ড্রেস দেওয়া হয়।

একই সময়ে ৭০টি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য শিক্ষকদের কাছে ক্রীড়া সামগ্রী হস্তান্তর করা হয়। এ ছাড়া, ছাত্রীদের জন্য ১৫টি প্রতিষ্ঠানে একটি করে স্যানেটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ করা হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভি দাশের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা গৌতম চন্দ্র মিত্র ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদ প্রমুখ।

জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, ইতোমধ্যে শিক্ষা ব্যবস্থাকে ত্বরান্বিত করতে আমরা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছি। আজকের শিক্ষার্থীরা সঠিকাবে শিক্ষাগ্রহণ করে ভবিষ্যতে যেন বড় হয়ে উঠতে পারে। পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদেরকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে হবে।