ঢাকা ১০:০৫ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিএড প্রোগ্রামের ৩ কোর্সের শিরোনামে পরিবর্তন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:২৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • ৩৬ বার দেখা হয়েছে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শিক্ষক প্রশিক্ষণ কলেজ ও ইনস্টিটিউটগুলোতে পরিচালিত এক বছরের বিএড প্রোগ্রামের সিলেবাসে আংশিক সংশোধন আনা হয়েছে। ২০২৫ শিক্ষাবর্ষে কার্যকর হতে যাওয়া এ পরিবর্তনে তিনটি কোর্সের শিরোনাম বদলানো হলেও কোড নম্বর ও বিষয়বস্তু অপরিবর্তিত থাকবে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ভারপ্রাপ্ত ডিন ড. এ এইচ এম রুহুল কুদ্দুসের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ২০১৭ শিক্ষাবর্ষের সিলেবাস অনুযায়ী ‘শিখন-শেখানো দক্ষতা ও কৌশল’ (কোড–৮১২২০৩) কোর্সটির নতুন শিরোনাম হবে ‘সক্রিয় শিখন পদ্ধতি ও কৌশল’। একইভাবে, ‘শিক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি’ (কোড–৮১২২০৭) কোর্সটির শিরোনাম পরিবর্তন করে করা হয়েছে ‘শিক্ষায় বিকাশমান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি’। আর ‘একীভূত শিক্ষা’ (কোড–৮২২২৬১) কোর্সটির নতুন নাম হবে ‘জেন্ডার, বৈশ্বিক নাগরিকত্ব ও একীভূত শিক্ষা’। প্রতিটি কোর্সের ক্রেডিট থাকবে ৮।

তবে অন্য সব কোর্সের কোড, শিরোনাম ও বিষয়বস্তু অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিএড প্রোগ্রামের ৩ কোর্সের শিরোনামে পরিবর্তন

প্রকাশিত : ১০:২৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শিক্ষক প্রশিক্ষণ কলেজ ও ইনস্টিটিউটগুলোতে পরিচালিত এক বছরের বিএড প্রোগ্রামের সিলেবাসে আংশিক সংশোধন আনা হয়েছে। ২০২৫ শিক্ষাবর্ষে কার্যকর হতে যাওয়া এ পরিবর্তনে তিনটি কোর্সের শিরোনাম বদলানো হলেও কোড নম্বর ও বিষয়বস্তু অপরিবর্তিত থাকবে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ভারপ্রাপ্ত ডিন ড. এ এইচ এম রুহুল কুদ্দুসের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ২০১৭ শিক্ষাবর্ষের সিলেবাস অনুযায়ী ‘শিখন-শেখানো দক্ষতা ও কৌশল’ (কোড–৮১২২০৩) কোর্সটির নতুন শিরোনাম হবে ‘সক্রিয় শিখন পদ্ধতি ও কৌশল’। একইভাবে, ‘শিক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি’ (কোড–৮১২২০৭) কোর্সটির শিরোনাম পরিবর্তন করে করা হয়েছে ‘শিক্ষায় বিকাশমান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি’। আর ‘একীভূত শিক্ষা’ (কোড–৮২২২৬১) কোর্সটির নতুন নাম হবে ‘জেন্ডার, বৈশ্বিক নাগরিকত্ব ও একীভূত শিক্ষা’। প্রতিটি কোর্সের ক্রেডিট থাকবে ৮।

তবে অন্য সব কোর্সের কোড, শিরোনাম ও বিষয়বস্তু অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।