জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের দুই মেধাবী শিক্ষার্থী ও জাবিপ্রবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. সিয়াম আহমেদ এবং মো. ফারুখ হাসান আন্তর্জাতিক অঙ্গনে অসাধারণ কৃতিত্ব অর্জন করেছেন। গবেষণা প্রবন্ধ প্রকাশের স্বীকৃতিস্বরূপ তারা পেয়েছেন ১,০০০ মার্কিন ডলার (প্রায় ১ লাখ ১৫ হাজার টাকা) পুরস্কার। একই সঙ্গে সৌদি আরবের কিং ফাহাদ ইউনিভার্সিটি অব পেট্রোলিয়াম অ্যান্ড মিনারেলস (KFUPM) থেকেও সম্মানজনক আন্তর্জাতিক পুরস্কার অর্জন করে।
২০১৯-২০ সেশনের এ দুই শিক্ষার্থী যৌথভাবে প্রকাশ করেছেন ‘VGG-16-Based Deep Learning Architecture for Automated Chest X-Ray Diagnosis: Improving Clinical Accuracy and Reducing the Environmental Footprint’ শীর্ষক গবেষণা প্রবন্ধ। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন Journal of Undergraduate Research International তাদের এ প্রবন্ধকে মূল্যায়ন করে পুরস্কৃত করেছে।
গবেষণায় সাফল্য প্রসঙ্গে মো. সিয়াম আহমেদ বলেন, এটা সত্যিই আমাদের জন্য একটি বিশাল অর্জন। আমাদের ছোট্ট বিশ্ববিদ্যালয়ে গবেষণার জন্য আলাদা বাজেট বা পর্যাপ্ত সুযোগ-সুবিধা না থাকা সত্ত্বেও নিজেদের প্রচেষ্টা এবং বিশেষ করে হাসান স্যারের দিকনির্দেশনায় এই সাফল্য সম্ভব হয়েছে। সেই সাথে খবির স্যারকেও আন্তরিক ধন্যবাদ।
অন্যদিকে মো. ফারুখ হাসান বলেন, এই পুরস্কার প্রমাণ করে দিলো, সীমাবদ্ধতা থাকলেও নিষ্ঠা ও পরিশ্রম থাকলে সফলতা আসবেই। প্রতিটি ধাপে হাসান স্যার আমাদের দিকনির্দেশনা দিয়েছেন। তার সহযোগিতা ছাড়া এ অর্জন সম্ভব হতো না। সেই সাথে খবীর উদ্দিন স্যারকেও আন্তরিক ধন্যবাদ।
তাদের গবেষণা তত্ত্বাবধায়ক ও সিএসই বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ হাসান বলেন, আমাদের শিক্ষার্থীরা যে আন্তর্জাতিক পর্যায়ে গবেষণার মান প্রতিষ্ঠা করতে পেরেছে, তা জাবিপ্রবির জন্য এক বড় সম্মান। এই অর্জন ভবিষ্যতে আরও শিক্ষার্থীকে গবেষণায় উৎসাহিত করবে।
এই সাফল্যে গর্বিত হয়ে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক এক অভিনন্দন বার্তায় বলেন, অভিনন্দন জানাই আমার প্রিয় দুই ছোট ভাই, আমার সহযোদ্ধা, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জাবিপ্রবি ছাত্রদলের দুই যুগ্ম-আহ্বায়ক, যারা আমাদের সিএসই বিভাগের সোনালী নক্ষত্র। আমাদের জাবিপ্রবি ছাত্রদলের ইতিহাসে প্রথমবারের মতো তারা আন্তর্জাতিক পুরস্কার অর্জন করে এক গৌরবময় অধ্যায় রচনা করেছে। এটি শুধু ছাত্রদলের জন্য নয়, পুরো বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের জন্যই এক অনুপ্রেরণার উৎস।
তিনি আরও বলেন, আমি ব্যক্তিগতভাবে এবং আমার প্রাণের সংগঠন জাবিপ্রবি ছাত্রদলের পক্ষ থেকে তাঁদের এ ধারাবাহিক সাফল্যের জন্য দোয়া করি এবং আশা করি এ অর্জন হবে আরও বহু সাফল্যের সূচনা।