বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আফরোজা খানম রিতা বলেছেন, বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় এলে দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন হবে। ধানের শীষ প্রতীকে ভোট দিতে না পারায় আমরা গত ১৭ বছর ধরে অবহেলিত অবস্থায় আছি।
তিনি বলেন, আপনাদের একটি মূল্যবান ভোটই আপনাদের সন্তানদের ভবিষ্যৎ এবং এলাকার সার্বিক উন্নয়ন নির্ধারণ করবে। আপনারা যেসব দাবি করছেন, শুধুমাত্র ধানের শীষকে ভোট দিয়ে ক্ষমতায় আনতে পারলেই প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন সম্ভব। তাই আমাদের প্রধান লক্ষ্য হলো ধানের শীষকে ফিরিয়ে আনা।
মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে, মানিকগঞ্জে আফরোজা খানম রিতার মা হুরুন নাহারের নামে প্রতিষ্ঠিত হুরুন নাহার উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হুরুন নাহার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আতোয়ার হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নুরতাজ আলম বাহার, জহিরুল আলম লোদী, জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন আহমেদ জাদু, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম আবেদীন কায়সার, রফিক উদ্দিন ভূঁইয়া হাবু, জেলা যুবদলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজসহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।