ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

সড়ক নিরাপত্তা আইন দ্রুত প্রণয়নের দাবি

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৬:৫১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • ৬ বার দেখা হয়েছে

জাতীয় নিরাপদ সড়ক দিবসে সড়ক নিরাপত্তা আইন দ্রুত প্রণয়নের দাবি জানিয়েছে তরুণরা।

বুধবার (২২ অক্টোবর) সড়ক ও জনপথ অধিদপ্তরের সামনের দিবস উপলক্ষে আয়োজিত জাতীয় প্রোগ্রামে এ দাবি তোলেন আহ্ছানিয়া মিশন ইয়ুথ ফর হেলথ এন্ড ওয়েলবিংয়ের সদস্যরা।

বক্তব্যে তারা বলেন, সড়কে সবার নিরাপত্তা নিশ্চিত করতে সেইফ সিস্টেম অ্যাপ্রোচের আলোকে নিরাপদ সড়ক সংক্রান্ত আইন প্রণয়ন ও এর যথাযথ বাস্তবায়ন করতে হবে। এ বছরে মরোক্কতে অনুষ্ঠিত গ্লোবাল মিনিস্টিরিয়াল কনফারেন্সে বাংলাদেশ সরকার সড়কে সবার নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ২০২৭ সালের মধ্যে সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন সহ ২০২৬ সালের মধ্যে গতিসীমা ব্যবস্থাপনা সংক্রান্ত নির্দেশিকা ও মানসম্মত হেলমেট ব্যবহার সংক্রান্ত গাইডলাইন প্রণয়ন করার প্রতিশ্রুতি দিয়েছেন। সেই প্রতিশ্রুতিগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে।

 

সড়ক নিরাপত্তা আইন দ্রুত প্রণয়নের দাবি

প্রকাশিত : ০৬:৫১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

জাতীয় নিরাপদ সড়ক দিবসে সড়ক নিরাপত্তা আইন দ্রুত প্রণয়নের দাবি জানিয়েছে তরুণরা।

বুধবার (২২ অক্টোবর) সড়ক ও জনপথ অধিদপ্তরের সামনের দিবস উপলক্ষে আয়োজিত জাতীয় প্রোগ্রামে এ দাবি তোলেন আহ্ছানিয়া মিশন ইয়ুথ ফর হেলথ এন্ড ওয়েলবিংয়ের সদস্যরা।

বক্তব্যে তারা বলেন, সড়কে সবার নিরাপত্তা নিশ্চিত করতে সেইফ সিস্টেম অ্যাপ্রোচের আলোকে নিরাপদ সড়ক সংক্রান্ত আইন প্রণয়ন ও এর যথাযথ বাস্তবায়ন করতে হবে। এ বছরে মরোক্কতে অনুষ্ঠিত গ্লোবাল মিনিস্টিরিয়াল কনফারেন্সে বাংলাদেশ সরকার সড়কে সবার নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ২০২৭ সালের মধ্যে সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন সহ ২০২৬ সালের মধ্যে গতিসীমা ব্যবস্থাপনা সংক্রান্ত নির্দেশিকা ও মানসম্মত হেলমেট ব্যবহার সংক্রান্ত গাইডলাইন প্রণয়ন করার প্রতিশ্রুতি দিয়েছেন। সেই প্রতিশ্রুতিগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে।