ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

স্তন ক্যান্সার সচেতনতামূলক কর্মসূচি

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:০৩:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • ১৩ বার দেখা হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও বারডেম জেনারেল হাসপাতালের যৌথ উদ্যোগে স্তন ক্যান্সার বিষয়ে দিনব্যাপী সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। নারী স্বাস্থ্যসুরক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই কর্মসূচির শিরোনাম ছিল ‘সেভ দ্য স্মাইল : ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রাম’।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় এক হাজার শিক্ষার্থী অংশ নেন।

কর্মসূচির অংশ হিসেবে বারডেম জেনারেল হাসপাতাল প্রাথমিক ব্রেস্ট স্ক্রিনিং সম্পূর্ণ বিনামূল্যে করার ঘোষণা দিয়েছে। এছাড়া, ব্রেস্ট আল্ট্রাসনোগ্রাফি ১৫০০ টাকার পরিবর্তে ১০০০ টাকা এবং ব্রেস্ট মেমোগ্রাম ২৫০০ টাকার পরিবর্তে ১৫০০ টাকায় করানোর সুযোগ দেওয়া হয়েছে।

এই ছাড় আগামী ১০ নভেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্টাফরা এই সুবিধা নিতে পারবেন।

আয়োজনে অংশগ্রহণকারীদের মধ্যে টিশার্ট, নোটপ্যাড, চাবির রিং ও লাঞ্চ সুভেনির বিতরণ করা হয়।

জনপ্রিয় সংবাদ

স্তন ক্যান্সার সচেতনতামূলক কর্মসূচি

প্রকাশিত : ১০:০৩:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও বারডেম জেনারেল হাসপাতালের যৌথ উদ্যোগে স্তন ক্যান্সার বিষয়ে দিনব্যাপী সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। নারী স্বাস্থ্যসুরক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই কর্মসূচির শিরোনাম ছিল ‘সেভ দ্য স্মাইল : ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রাম’।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় এক হাজার শিক্ষার্থী অংশ নেন।

কর্মসূচির অংশ হিসেবে বারডেম জেনারেল হাসপাতাল প্রাথমিক ব্রেস্ট স্ক্রিনিং সম্পূর্ণ বিনামূল্যে করার ঘোষণা দিয়েছে। এছাড়া, ব্রেস্ট আল্ট্রাসনোগ্রাফি ১৫০০ টাকার পরিবর্তে ১০০০ টাকা এবং ব্রেস্ট মেমোগ্রাম ২৫০০ টাকার পরিবর্তে ১৫০০ টাকায় করানোর সুযোগ দেওয়া হয়েছে।

এই ছাড় আগামী ১০ নভেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্টাফরা এই সুবিধা নিতে পারবেন।

আয়োজনে অংশগ্রহণকারীদের মধ্যে টিশার্ট, নোটপ্যাড, চাবির রিং ও লাঞ্চ সুভেনির বিতরণ করা হয়।