ঢাকা ১০:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫

সহকারী শিক্ষক নিয়োগে বড় সুযোগ প্রাথমিক বিদ্যালয়ে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:১৩:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • ৬ বার দেখা হয়েছে

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ দেবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। বুধবার (৫ নভেম্বর) দিবাগত রাতে সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অধিদপ্তর। ১০ হাজার ২১৯টি পদে রংপুর, বরিশাল, সিলেট, রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের সব জেলার স্থায়ী নাগরিকরা এই পদে আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সহকারী শিক্ষক পদটি ২০১৫ সালের জাতীয় বেতনস্কেল অনুযায়ী ১৩তম গ্রেডে (টাকা ১১,০০০–২৬,৫৯০) প্রদান করা হবে। ২০২৫ সালের ৩০ নভেম্বর তারিখে প্রার্থীর বয়স ন্যূনতম ২১ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।

প্রার্থীদের অবশ্যই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে। ৪ স্কেলে ন্যূনতম সিজিপিএ ২.২৫ অথবা ৫ স্কেলে ন্যূনতম ২.৮ থাকতে হবে। শিক্ষা জীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ বা সমমানের ফলাফল গ্রহণযোগ্য নয়।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন ০৮ নভেম্বর সকাল ১০টা ৩০ মিনিট থেকে ২১ নভেম্বর ২০২৫ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদন করতে হবে http://dpe.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে।

আবেদনপত্র জমা দেওয়ার পর প্রার্থীরা Draft Applicant’s Copy প্রিন্ট করে তথ্য যাচাই করবেন। এরপর টেলিটক প্রি–পেইড নম্বর থেকে এসএমএসের মাধ্যমে ১১২ টাকা (আবেদন ফি ১০০ টাকা, সার্ভিস চার্জ ও ভ্যাট ১২ টাকা) পরিশোধ করতে হবে। ফি পরিশোধের পর প্রার্থীরা User ID ও Password পাবেন, যার মাধ্যমে Final Applicant’s Copy ডাউনলোড করতে হবে।

পরবর্তী সময়ে লিখিত পরীক্ষার সময়সূচি চূড়ান্ত হলে এসএমএসের মাধ্যমে প্রবেশপত্র ডাউনলোডের নির্দেশনা পাঠানো হবে। আবেদনপত্রে প্রদত্ত মোবাইল নম্বরেই সব যোগাযোগ করা হবে, তাই সেটি সক্রিয় রাখা জরুরি।

সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫ অনুযায়ী প্রার্থীদের নিজ নিজ উপজেলা বা শিক্ষা থানায় নিয়োগ দেওয়া হবে। বিবাহিত নারী প্রার্থীরা তাদের স্বামী বা পিতার স্থায়ী ঠিকানার যে কোনো একটিতে আবেদন করতে পারবেন।

মৌখিক পরীক্ষার জন্য মনোনীত প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার সনদ, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন, প্রবেশপত্রের অনুলিপি এবং প্রয়োজনে মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী বা ক্ষুদ্র নৃ–গোষ্ঠীর সনদপত্র দাখিল করতে হবে।

লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। অনলাইন আবেদনে সহায়তার জন্য vas.query@teletalk.com.bd–এই মেইল করা যেতে পারে অথবা টেলিটকের কাস্টমার কেয়ার নম্বর ১২১–এ যোগাযোগ করা যাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। কর্তৃপক্ষ কোনো কারণ ছাড়াই বিজ্ঞপ্তির শর্তাবলি পরিবর্তন, সংযোজন বা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।

সহকারী শিক্ষক নিয়োগে বড় সুযোগ প্রাথমিক বিদ্যালয়ে

প্রকাশিত : ০৮:১৩:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ দেবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। বুধবার (৫ নভেম্বর) দিবাগত রাতে সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অধিদপ্তর। ১০ হাজার ২১৯টি পদে রংপুর, বরিশাল, সিলেট, রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের সব জেলার স্থায়ী নাগরিকরা এই পদে আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সহকারী শিক্ষক পদটি ২০১৫ সালের জাতীয় বেতনস্কেল অনুযায়ী ১৩তম গ্রেডে (টাকা ১১,০০০–২৬,৫৯০) প্রদান করা হবে। ২০২৫ সালের ৩০ নভেম্বর তারিখে প্রার্থীর বয়স ন্যূনতম ২১ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।

প্রার্থীদের অবশ্যই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে। ৪ স্কেলে ন্যূনতম সিজিপিএ ২.২৫ অথবা ৫ স্কেলে ন্যূনতম ২.৮ থাকতে হবে। শিক্ষা জীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ বা সমমানের ফলাফল গ্রহণযোগ্য নয়।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন ০৮ নভেম্বর সকাল ১০টা ৩০ মিনিট থেকে ২১ নভেম্বর ২০২৫ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদন করতে হবে http://dpe.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে।

আবেদনপত্র জমা দেওয়ার পর প্রার্থীরা Draft Applicant’s Copy প্রিন্ট করে তথ্য যাচাই করবেন। এরপর টেলিটক প্রি–পেইড নম্বর থেকে এসএমএসের মাধ্যমে ১১২ টাকা (আবেদন ফি ১০০ টাকা, সার্ভিস চার্জ ও ভ্যাট ১২ টাকা) পরিশোধ করতে হবে। ফি পরিশোধের পর প্রার্থীরা User ID ও Password পাবেন, যার মাধ্যমে Final Applicant’s Copy ডাউনলোড করতে হবে।

পরবর্তী সময়ে লিখিত পরীক্ষার সময়সূচি চূড়ান্ত হলে এসএমএসের মাধ্যমে প্রবেশপত্র ডাউনলোডের নির্দেশনা পাঠানো হবে। আবেদনপত্রে প্রদত্ত মোবাইল নম্বরেই সব যোগাযোগ করা হবে, তাই সেটি সক্রিয় রাখা জরুরি।

সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫ অনুযায়ী প্রার্থীদের নিজ নিজ উপজেলা বা শিক্ষা থানায় নিয়োগ দেওয়া হবে। বিবাহিত নারী প্রার্থীরা তাদের স্বামী বা পিতার স্থায়ী ঠিকানার যে কোনো একটিতে আবেদন করতে পারবেন।

মৌখিক পরীক্ষার জন্য মনোনীত প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার সনদ, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন, প্রবেশপত্রের অনুলিপি এবং প্রয়োজনে মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী বা ক্ষুদ্র নৃ–গোষ্ঠীর সনদপত্র দাখিল করতে হবে।

লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। অনলাইন আবেদনে সহায়তার জন্য vas.query@teletalk.com.bd–এই মেইল করা যেতে পারে অথবা টেলিটকের কাস্টমার কেয়ার নম্বর ১২১–এ যোগাযোগ করা যাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। কর্তৃপক্ষ কোনো কারণ ছাড়াই বিজ্ঞপ্তির শর্তাবলি পরিবর্তন, সংযোজন বা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।