ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫

শীতকালীন বইমেলা শুরু ঢাকা বিশ্ববিদ্যালয়ে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:৪৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • ৭ বার দেখা হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) দাওয়াহ সার্কেল-এর উদ্যোগে চার দিনব্যাপী শীতকালীন বইমেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) ছাত্র-শিক্ষক কেন্দ্রের পায়রা চত্বরে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এই মেলা উদ্বোধন করেন।

ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. ছানাউল্লাহ, বিশ্ব  ধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবু সায়েম এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মো. কামরুল হাসান উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রধান কাজ হচ্ছে সমাজের জন্য জ্ঞানের উৎপাদন ও বিতরণ। এক্ষেত্রে বইমেলা অন্যতম একটি প্রধান অনুঘটক।

বইমেলা আয়োজনের সঙ্গে জড়িত সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, প্রশাসন সবসময় এ ধরনের আয়োজনকে উৎসাহ দেয়। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে জ্ঞানের উৎপাদন ও বিতরণে যারা যে প্রক্রিয়ায় সহযোগিতা করবেন, ঢাকা বিশ্ববিদ্যালয় তার পাশে থাকবে। বইমেলাকে একটি সর্বজনীন কর্মসূচি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এই কর্মসূটি সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে।

সরেজমিন বইমেলায় ঢাবি শিক্ষার্থীসহ আশপাশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। পাশাপাশি রাজধানী ঢাকায় অবস্থানরত বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মরত জ্ঞানসন্ধিৎসু পাঠক শ্রেণিরও উপস্থিতি উল্লেখযোগ্য ছিলো।

আয়োজনের সার্বিক বিষয় এবং শিক্ষার্থীদের উপস্থিতি সম্পর্কে জানতে চাইলে ‘চেতনা’ পাবলিকেশনের বিক্রয়কর্মী জানান, বইমেলার প্রথম দিন হিসাবে আজকে পাঠকদের আশানুরূপ উপস্থিতি লক্ষ্য করা গেছে। তবে দুপুরের পর থেকে আনুপাতিক হারে পাঠকদের উপস্থিতি বাড়তে থাকে।

ঢাবি শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, মুসলমান হিসেবে আমাদের প্রত্যেকের উচিত ইসলাম ও ইসলামী মূল্যবোধকে হৃদয়ে লালন করা। পাশাপাশি ইসলামের গৌরব উজ্জ্বল ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির সম্পর্কে বাস্তববিক জ্ঞান অর্জন করা।

বইমেলায় ২৮টি প্রকাশনীর স্টল স্থান পেয়েছে। আগামী ৯ নভেম্বর এই মেলা শেষ হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা উন্মুক্ত থাকবে।

এছাড়াও বই মেলায় লেখক-পাঠক আড্ডা, আলোচনা সভা, কুরআন তিলাওয়াত, কুইজ প্রতিযোগিতা, বিনামূল্যে গাছের চারা বিতরণসহ বিভিন্ন আয়োজন রয়েছে।

শীতকালীন বইমেলা শুরু ঢাকা বিশ্ববিদ্যালয়ে

প্রকাশিত : ১১:৪৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) দাওয়াহ সার্কেল-এর উদ্যোগে চার দিনব্যাপী শীতকালীন বইমেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) ছাত্র-শিক্ষক কেন্দ্রের পায়রা চত্বরে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এই মেলা উদ্বোধন করেন।

ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. ছানাউল্লাহ, বিশ্ব  ধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবু সায়েম এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মো. কামরুল হাসান উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রধান কাজ হচ্ছে সমাজের জন্য জ্ঞানের উৎপাদন ও বিতরণ। এক্ষেত্রে বইমেলা অন্যতম একটি প্রধান অনুঘটক।

বইমেলা আয়োজনের সঙ্গে জড়িত সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, প্রশাসন সবসময় এ ধরনের আয়োজনকে উৎসাহ দেয়। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে জ্ঞানের উৎপাদন ও বিতরণে যারা যে প্রক্রিয়ায় সহযোগিতা করবেন, ঢাকা বিশ্ববিদ্যালয় তার পাশে থাকবে। বইমেলাকে একটি সর্বজনীন কর্মসূচি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এই কর্মসূটি সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে।

সরেজমিন বইমেলায় ঢাবি শিক্ষার্থীসহ আশপাশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। পাশাপাশি রাজধানী ঢাকায় অবস্থানরত বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মরত জ্ঞানসন্ধিৎসু পাঠক শ্রেণিরও উপস্থিতি উল্লেখযোগ্য ছিলো।

আয়োজনের সার্বিক বিষয় এবং শিক্ষার্থীদের উপস্থিতি সম্পর্কে জানতে চাইলে ‘চেতনা’ পাবলিকেশনের বিক্রয়কর্মী জানান, বইমেলার প্রথম দিন হিসাবে আজকে পাঠকদের আশানুরূপ উপস্থিতি লক্ষ্য করা গেছে। তবে দুপুরের পর থেকে আনুপাতিক হারে পাঠকদের উপস্থিতি বাড়তে থাকে।

ঢাবি শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, মুসলমান হিসেবে আমাদের প্রত্যেকের উচিত ইসলাম ও ইসলামী মূল্যবোধকে হৃদয়ে লালন করা। পাশাপাশি ইসলামের গৌরব উজ্জ্বল ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির সম্পর্কে বাস্তববিক জ্ঞান অর্জন করা।

বইমেলায় ২৮টি প্রকাশনীর স্টল স্থান পেয়েছে। আগামী ৯ নভেম্বর এই মেলা শেষ হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা উন্মুক্ত থাকবে।

এছাড়াও বই মেলায় লেখক-পাঠক আড্ডা, আলোচনা সভা, কুরআন তিলাওয়াত, কুইজ প্রতিযোগিতা, বিনামূল্যে গাছের চারা বিতরণসহ বিভিন্ন আয়োজন রয়েছে।