ঢাকা ১০:৩২ অপরাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

দীপিকার জীবনযুদ্ধে টিকে থাকাই যেন চ্যালেঞ্জ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৬:৪১:৩৫ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • ২ বার দেখা হয়েছে

চলতি বছরের এপ্রিল মাস নাগাদ দ্বিতীয় ধাপের লিভার ক্যানসার ধরা পড়ে হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা কক্করের। ক্যানসারে আক্রান্ত হওয়ার পর থেকে তার শরীরে নানা পরিবর্তন ও জটিলতা দেখা দিয়েছে। বর্তমানে চিকিৎসা চলছে, তবে জীবনযুদ্ধে টিকে থাকাটাই যেন এই অভিনেত্রীর কাছে এক বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

নিজের অনুরাগীদের সঙ্গে নিজের শারীরিক অবস্থার কথা ভাগ করে নিয়েছেন দীপিকা ও তার পরিবার। অস্ত্রোপচারের পর বেশ কিছুটা সুস্থ হয়ে উঠলেও ফের শারীরিক অবস্থার অবনতি হয়েছিল অভিনেত্রীর। বিশেষত ‘টার্গেট থেরাপি’ শুরু হওয়ার পর তা আরও বেড়েছে। এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানালেন তার বর্তমান স্বাস্থ্যের অবস্থা।

দীপিকা বলেন, ‘আমি এখনও চিকিৎসাধীন। শরীরে বেশ কিছু অসুবিধা লক্ষ্য করার পরই চিকিৎসকের শরণাপন্ন হয়েছিলাম। সিটি স্ক্যানের  মাধ্যমে আমার লিভার ক্যানসার ধরা পড়ে।’

তার ভাষ্যে, ‘দীর্ঘ চিকিৎসা পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে আমাকে। হয়েছে অস্ত্রোপচার। আর সেই সময় আমার যকৃতের ২২ শতাংশ বাদ দিতেও হয়েছে, কারণ ওই অংশেই বাসা বেঁধেছিল মারণরোগের জীবাণু।’

হিন্দি ছোটপর্দার পরিচিত মুখ দীপিকা। প্রাক্তন স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর ২০১৮ সালে শোয়েব ইব্রাহিমের সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। কোলের সন্তান ছোট্ট রুহানকে নিয়ে সুখের সংসার তাদের। এরই মাঝে এই দুঃসংবাদে স্বাভাবিকভাবেই মন খারাপ তার অনুরাগীদের।

দীপিকার জীবনযুদ্ধে টিকে থাকাই যেন চ্যালেঞ্জ

প্রকাশিত : ০৬:৪১:৩৫ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫

চলতি বছরের এপ্রিল মাস নাগাদ দ্বিতীয় ধাপের লিভার ক্যানসার ধরা পড়ে হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা কক্করের। ক্যানসারে আক্রান্ত হওয়ার পর থেকে তার শরীরে নানা পরিবর্তন ও জটিলতা দেখা দিয়েছে। বর্তমানে চিকিৎসা চলছে, তবে জীবনযুদ্ধে টিকে থাকাটাই যেন এই অভিনেত্রীর কাছে এক বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

নিজের অনুরাগীদের সঙ্গে নিজের শারীরিক অবস্থার কথা ভাগ করে নিয়েছেন দীপিকা ও তার পরিবার। অস্ত্রোপচারের পর বেশ কিছুটা সুস্থ হয়ে উঠলেও ফের শারীরিক অবস্থার অবনতি হয়েছিল অভিনেত্রীর। বিশেষত ‘টার্গেট থেরাপি’ শুরু হওয়ার পর তা আরও বেড়েছে। এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানালেন তার বর্তমান স্বাস্থ্যের অবস্থা।

দীপিকা বলেন, ‘আমি এখনও চিকিৎসাধীন। শরীরে বেশ কিছু অসুবিধা লক্ষ্য করার পরই চিকিৎসকের শরণাপন্ন হয়েছিলাম। সিটি স্ক্যানের  মাধ্যমে আমার লিভার ক্যানসার ধরা পড়ে।’

তার ভাষ্যে, ‘দীর্ঘ চিকিৎসা পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে আমাকে। হয়েছে অস্ত্রোপচার। আর সেই সময় আমার যকৃতের ২২ শতাংশ বাদ দিতেও হয়েছে, কারণ ওই অংশেই বাসা বেঁধেছিল মারণরোগের জীবাণু।’

হিন্দি ছোটপর্দার পরিচিত মুখ দীপিকা। প্রাক্তন স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর ২০১৮ সালে শোয়েব ইব্রাহিমের সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। কোলের সন্তান ছোট্ট রুহানকে নিয়ে সুখের সংসার তাদের। এরই মাঝে এই দুঃসংবাদে স্বাভাবিকভাবেই মন খারাপ তার অনুরাগীদের।