ঢাকা ১১:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫

রাজধানীতে বিক্ষোভ মিছিল করবে জামায়াত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:০৭:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • ১ বার দেখা হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফ কর্তৃক নিরীহ দুই বাংলাদেশীকে পিটিয়ে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচির ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে বুধবার (৩ ডিসেম্বর) রাতে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এ ছাড়াও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ওয়াহেদপুর সীমান্তে বিএসএফ কর্তৃক দুই বাংলাদেশিকে হত্যা করে পদ্মা নদীতে ফেলে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার বিকেলে বায়তুল মোকাররম উত্তর গেটে এক বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল কর্মসূচির ঘোষণা করা হয়।

বৈঠকে বক্তারা বলেন, হত্যার পর লাশ নদীতে ফেলে দেওয়া মানবতার চরম লঙ্ঘন এবং পৃথিবীর ইতিহাসে ভারত নিজেদেরকে নিকৃষ্ট বর্বর জাতি হিসেবে প্রমাণ করেছে। বক্তারা এই ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকারকে জোরালো পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, সীমান্তে আর কোনো হত্যাকাণ্ড মেনে নেওয়া যায় না, যাবে না।

উল্লেখ্য, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক হত্যার শিকার রিংকু শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের গাইপাড়া গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে এবং মমিন আলী পাঁকা ইউনিয়নের শ্যামপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে।

রাজধানীতে বিক্ষোভ মিছিল করবে জামায়াত

রাজধানীতে বিক্ষোভ মিছিল করবে জামায়াত

প্রকাশিত : ১১:০৭:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফ কর্তৃক নিরীহ দুই বাংলাদেশীকে পিটিয়ে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচির ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে বুধবার (৩ ডিসেম্বর) রাতে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এ ছাড়াও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ওয়াহেদপুর সীমান্তে বিএসএফ কর্তৃক দুই বাংলাদেশিকে হত্যা করে পদ্মা নদীতে ফেলে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার বিকেলে বায়তুল মোকাররম উত্তর গেটে এক বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল কর্মসূচির ঘোষণা করা হয়।

বৈঠকে বক্তারা বলেন, হত্যার পর লাশ নদীতে ফেলে দেওয়া মানবতার চরম লঙ্ঘন এবং পৃথিবীর ইতিহাসে ভারত নিজেদেরকে নিকৃষ্ট বর্বর জাতি হিসেবে প্রমাণ করেছে। বক্তারা এই ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকারকে জোরালো পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, সীমান্তে আর কোনো হত্যাকাণ্ড মেনে নেওয়া যায় না, যাবে না।

উল্লেখ্য, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক হত্যার শিকার রিংকু শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের গাইপাড়া গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে এবং মমিন আলী পাঁকা ইউনিয়নের শ্যামপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে।