বেনাপোল-শার্শা:- যশোরের কোতোয়ালি থানাধীন দাইতলা ব্রীজের সামনে থেকে ৫১৫.৯ গ্রাম ওজনের ৩ পিচ স্বর্ণের বার এবং ৪ পিচ স্বর্ণালংকারসহ এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
আটক আসামি হলেন,কুষ্টিয়া জেলার পোড়াদহ উপজেলার উওর কাটদহ গ্রামের বিফল চন্দ্র ঘোষের ছেলে শ্রী বিকাশ কুমার ঘোষ (৩৪)।

রোববার ( ০৭ ডিসেম্বর) সকাল সাড়ে পাঁচটার সময় যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে যশোরের কোতোয়ালী থানাধীন দাইতলা ব্রীজের উপর অভিযান পরিচালনা করে ৫১৫.৯ গ্রাম ওজনের ৩পিচ স্বর্ণের বার, ৪ পিচ স্বর্ণালংকার এবং ১পিচ মোবাইল আটক করে।
আটককৃত ব্যক্তির প্যান্টের পকেটে বিশেষ কায়দার লুকায়িত অবস্থায় উক্ত স্বর্ণের বার ও স্বর্ণালংকারগুলো পাওয়া যায়। আটককৃত আসামীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে ঢাকা থেকে যশোর হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণগুলো নিয়ে যাচ্ছিল। সে আরো জানায় ঢাকার তাঁতিবাজার এলাকার চোরাকারবারীদের নিকট হতে স্বর্ণগুলো সংগ্রহ করে যশোর গমন করছিল।
আটককৃত স্বর্ণের মূল্য ৯৩,৩৬,৭৫৮/- টাকা ও ০১টি মোবাইল এর মূল্য ২০,০০০/- টাকা, ০১টি হাত ঘড়ি ১,০০০/-, ০১টি ইয়ার বাড এর মুল্য ৫০০/- এবং নগদ ১,৫৪৯/- টাকাসহ সর্বমোট সিজার মূল্য ৯৩,৫৯,৮০৭/- (তিরানব্বই লক্ষ উনষাট হাজার আটশত সাত) টাকা।
বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, জানান, কিছু দিন যাবত বাংলাদেশ হতে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। উক্ত স্বর্ণসহ পাচারকারী আটকের নিমিত্তে বিজিবি‘র অভিযান কার্যক্রম ও চেষ্টা অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে স্বর্ণসহ পাচারকারী আটক করতে সক্ষম হচ্ছে।
সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান কার্যক্রম সব সময়ই অব্যাহত থাকবে।এবং আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের এর মাধ্যমে আসামীকে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা।

ডেস্ক রিপোর্ট 






















