কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দি মডেল থানার নতুন ওসি এম আব্দুল হালিম গতকাল রোববার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। এ সময় দাউদকান্দি মডেল থানার ওসি (তদন্ত) মোঃ সামছুল আলম ও থানার কর্মরত অনন্য সদস্যরা নতুন ওসি এম আব্দুল হালিমকে ফুল দিয়ে বরণ করে নেয়। ওসি এম আব্দুল হালিম দায়িত্বভার গ্রহণের পর সহকর্মী ও অন্যান্যদের উপস্থিতিতে বলেন, আইনশৃঙ্খলা রক্ষা, জনগণের আস্থা অর্জন এবং অপরাধমূলক সমাজ গড়তে কাজ করবো।

জনগণের সাথে পুলিশের ভালো আচরণ, অভিযোগের দ্রুত নিষ্পত্তি এবং থানাকে জনগণের ভরসা স্থল হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন এবং স্বচ্ছতা নিশ্চিত করা হবে। অপরাধমূলক কর্মকাণ্ড কঠোরভাবে দমন করার লক্ষ্যে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবো ইনশাআল্লাহ। ওসি আরো বলেন, দাউদকান্দির সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো সুসংহত রাখতে উপজেলা প্রশাসন ,জনপ্রতিনিধি, ব্যবসায়ী ,গণমাধ্যম এবং সাধারণ মানুষের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি।

ডেস্ক রিপোর্ট 























