ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫

রাউজানে অস্ত্রধারী কোনো সন্ত্রাসী থাকতে পারবে না: চট্টগ্রামের নতুন এসপি

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:২২:৪৩ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • ৫ বার দেখা হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি: কর্মস্থলে যোগদান করেই রাউজান থানা, নোয়াপাড়া পুলিশ ক্যাম্প ও মদুনাঘাট তদন্ত কেন্দ্র পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলার নবাগত পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন।

সোমবার (৮ ডিসেম্বর) রাত ৮টায় জেলা পুলিশের পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দায়িত্ব গ্রহণের পর এটি ছিল তাঁর প্রথম রাউজান এবং হাটহাজারি (আংশিক) সফর।

পরিদর্শনকালে তিনি থানার ব্যারাক, অস্ত্রাগার, ডাইনিং, হাজতখানা, মালখানা, ক্যাম্প ও তদন্ত কেন্দ্রের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন। শৃঙ্খলা, নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থাপনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন তিনি। পরে অফিসার ও ফোর্স সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।

পুলিশ সুপার বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান আরও জোরদার করতে হবে। অস্ত্রধারী কোনো সন্ত্রাসী রাউজানে থাকতে পারবে না। সন্ত্রাসী ও চাঁদাবাজ চক্র চিহ্নিত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেন তিনি।

তিনি জানান, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, বিশেষ অভিযান পরিচালনা, চেকপোস্ট কার্যক্রম শক্তিশালী করা এবং অপরাধ দমনে সমন্বিত পদক্ষেপ নিতে হবে। নিয়মিত টহল ও আকস্মিক চেকপোস্ট পরিচালনা করলে অপরাধের সুযোগ কমে আসে বলেও মন্তব্য করেন তিনি। প্রতিটি বিটে পুলিশ সদস্যদের আরও সক্রিয় থাকার নির্দেশনা দেন।

পরিদর্শনকালে ফোর্স সদস্যদের সমস্যা ও চ্যালেঞ্জও শোনেন পুলিশ সুপার। তিনি বলেন, ফোর্সের মনোবলই সাফল্যের মূল ভিত্তি। আপনাদের সততা ও নিষ্ঠা জেলার আইনশৃঙ্খলা আরও সুদৃঢ় করবে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তিনি উপস্থিত কর্মকর্তাদের বিশেষ প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন।

তিনি বলেন, নির্বাচনকালে নিরপেক্ষতা ও পেশাদারিত্ব সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। আইন ও নীতিমালা মেনে দায়িত্ব পালন করতে হবে।

ঝুঁকিপূর্ণ এলাকায় বিশেষ নজরদারি, টহল বৃদ্ধি ও তথ্য সংগ্রহ জোরদারেরও নির্দেশনা দেন তিনি।

পরিদর্শন শেষে রাউজান থানা ও এর আওতাধীন পুলিশ ক্যাম্প- তদন্ত কেন্দ্রের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন পুলিশ সুপার এবং আরও আন্তরিকতা, নিষ্ঠা ও দলগতভাবে কাজ করার আহ্বান জানান।

উল্লেখ্য, গতকাল রবিবার চট্টগ্রাম জেলার সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) দিকনির্দেশনা দিয়েছেন পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন। আসন্ন জাতীয় নির্বাচনের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামনে রেখে তাদের বিশেষভাবে প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেন তিনি।

এসময় পুলিশ সুপার বলেন, জেলায় আইনশৃঙ্খলা রক্ষা, জন বিশ্বাস অটুট রাখা এবং সেবা প্রদানকে আরও গতিশীল করতে আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের প্রতি শ্রদ্ধাশীল থেকে পেশাদারিত্ব, নিরপেক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। আসন্ন নির্বাচন আমাদের জন্য একটি বড় পরীক্ষা এটি সফলভাবে সম্পন্ন করাই এখন প্রধান অগ্রাধিকার।

তিনি আরও বলেন, প্রতিটি থানায় গোয়েন্দা তথ্য সংগ্রহ জোরদার করতে হবে, মাদক, সন্ত্রাস, অস্ত্র, চুরি-ডাকাতিসহ সব অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করতে হবে। জনগণের সমস্যাকে নিজের সমস্যা হিসেবে বিবেচনা করে দ্রুত সেবা নিশ্চিত করতে হবে।

রাউজানে অস্ত্রধারী কোনো সন্ত্রাসী থাকতে পারবে না: চট্টগ্রামের নতুন এসপি

প্রকাশিত : ১১:২২:৪৩ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫

চট্টগ্রাম প্রতিনিধি: কর্মস্থলে যোগদান করেই রাউজান থানা, নোয়াপাড়া পুলিশ ক্যাম্প ও মদুনাঘাট তদন্ত কেন্দ্র পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলার নবাগত পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন।

সোমবার (৮ ডিসেম্বর) রাত ৮টায় জেলা পুলিশের পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দায়িত্ব গ্রহণের পর এটি ছিল তাঁর প্রথম রাউজান এবং হাটহাজারি (আংশিক) সফর।

পরিদর্শনকালে তিনি থানার ব্যারাক, অস্ত্রাগার, ডাইনিং, হাজতখানা, মালখানা, ক্যাম্প ও তদন্ত কেন্দ্রের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন। শৃঙ্খলা, নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থাপনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন তিনি। পরে অফিসার ও ফোর্স সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।

পুলিশ সুপার বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান আরও জোরদার করতে হবে। অস্ত্রধারী কোনো সন্ত্রাসী রাউজানে থাকতে পারবে না। সন্ত্রাসী ও চাঁদাবাজ চক্র চিহ্নিত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেন তিনি।

তিনি জানান, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, বিশেষ অভিযান পরিচালনা, চেকপোস্ট কার্যক্রম শক্তিশালী করা এবং অপরাধ দমনে সমন্বিত পদক্ষেপ নিতে হবে। নিয়মিত টহল ও আকস্মিক চেকপোস্ট পরিচালনা করলে অপরাধের সুযোগ কমে আসে বলেও মন্তব্য করেন তিনি। প্রতিটি বিটে পুলিশ সদস্যদের আরও সক্রিয় থাকার নির্দেশনা দেন।

পরিদর্শনকালে ফোর্স সদস্যদের সমস্যা ও চ্যালেঞ্জও শোনেন পুলিশ সুপার। তিনি বলেন, ফোর্সের মনোবলই সাফল্যের মূল ভিত্তি। আপনাদের সততা ও নিষ্ঠা জেলার আইনশৃঙ্খলা আরও সুদৃঢ় করবে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তিনি উপস্থিত কর্মকর্তাদের বিশেষ প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন।

তিনি বলেন, নির্বাচনকালে নিরপেক্ষতা ও পেশাদারিত্ব সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। আইন ও নীতিমালা মেনে দায়িত্ব পালন করতে হবে।

ঝুঁকিপূর্ণ এলাকায় বিশেষ নজরদারি, টহল বৃদ্ধি ও তথ্য সংগ্রহ জোরদারেরও নির্দেশনা দেন তিনি।

পরিদর্শন শেষে রাউজান থানা ও এর আওতাধীন পুলিশ ক্যাম্প- তদন্ত কেন্দ্রের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন পুলিশ সুপার এবং আরও আন্তরিকতা, নিষ্ঠা ও দলগতভাবে কাজ করার আহ্বান জানান।

উল্লেখ্য, গতকাল রবিবার চট্টগ্রাম জেলার সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) দিকনির্দেশনা দিয়েছেন পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন। আসন্ন জাতীয় নির্বাচনের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামনে রেখে তাদের বিশেষভাবে প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেন তিনি।

এসময় পুলিশ সুপার বলেন, জেলায় আইনশৃঙ্খলা রক্ষা, জন বিশ্বাস অটুট রাখা এবং সেবা প্রদানকে আরও গতিশীল করতে আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের প্রতি শ্রদ্ধাশীল থেকে পেশাদারিত্ব, নিরপেক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। আসন্ন নির্বাচন আমাদের জন্য একটি বড় পরীক্ষা এটি সফলভাবে সম্পন্ন করাই এখন প্রধান অগ্রাধিকার।

তিনি আরও বলেন, প্রতিটি থানায় গোয়েন্দা তথ্য সংগ্রহ জোরদার করতে হবে, মাদক, সন্ত্রাস, অস্ত্র, চুরি-ডাকাতিসহ সব অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করতে হবে। জনগণের সমস্যাকে নিজের সমস্যা হিসেবে বিবেচনা করে দ্রুত সেবা নিশ্চিত করতে হবে।