চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ বলেছেন, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের সাথে কোনো আপোষ হবে না।তিনি বলেন, এসব কর্মকাণ্ডে যারা জড়িত তাদের বিরুদ্ধে সংগ্রাম জারি থাকবে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে শাকপুরা চৌমুহনী বাজারে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।
মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ আরও বলেন, আসন্ন নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করলে যোগাযোগ ব্যবস্থার পরিকল্পিত উন্নয়ন করা হবে। মানুষের জীবনমান উন্নয়নে ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এইদিন বেঙ্গুরা স্টেশন, দাশের দীঘির পাড় ও কালাইয়ার হাটে পথসভায় অংশ নেন তিনি।

এ সময় গাড়ি বহরে ছিলেন- দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান, সদস্য শওকত আলম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ইসহাক চৌধুরী, সাবেক সদস্য সচিব হামিদুল হক মান্নান, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শহীদুল্লাহ চৌধুরী, বিএনপি নেতা শওকত আলম, নুরুল করিম নুরু।
আরও ছিলেন- আবু আকতার, সরোয়ার আলমগীর, আজম খান, আবদুল আওয়াল মঞ্জু, শফিকুল ইসলাম শাহীন, মহিলা নেত্রী শাহেদা আক্তার শেফু, যুবদল নেতা মো.ইকবাল, মহসিন খোকন ও শ্রমিক দল নেতা মিজানুল হক প্রমুখ।

ডেস্ক রিপোর্ট 






















