বরিশাল প্রতিনিধি : দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা : গড়বে আগামীর শুদ্ধতা” শ্লোগানে বরিশালের গৌরনদীতে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার সকালে দুর্নীতিদমন কমিশন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি’র আয়োজনে উপজেলা চত্বরে দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন ও র্যালী শেষে আলোচনা সভায় দুর্নীতির বিরুদ্ধে শপথ গ্রহন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম।
বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার, মডেল থানার ওসি তারিক হাসান রাসেল, উপজেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. টিপু সুলতান।
দুর্নীতি দমন কমিশন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি আলহাজ খন্দকার শাহ আলম মঞ্জুর সভাপতিত্বে বক্তব্য রাখেন গৌরনদী প্রেসক্লাবের আহবায়ক জহুরুল ইসলাম জহির প্রমুখ।

ডেস্ক রিপোর্ট 






















