ঢাকা ১২:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬

বামনা থানায় নতুন ওসি আবদুল্লাহ আল মামুনের যোগদান

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:৩০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • ৫৬ বার দেখা হয়েছে

বামনা (বরগুনা) প্রতিনিধি:  বরগুনার বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন আবদুল্লাহ আল মামুন।

সোমবার (৮ ডিসেম্বর) রাতে তিনি বামনা থানায় আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। এর আগে পিরোজপুরের মঠবাড়িয়া থানার ওসি ছিলেন আবদুল্লাহ আল মামুন।

তার গ্রামের বাড়ি বাগেরহাট জেলায়। পেশাগত অভিজ্ঞতায় তিনি বিভিন্ন থানা ও ইউনিটে দায়িত্ব পালন করেছেন।

নতুন ওসিকে ঘিরে এলাকাবাসীর মধ্যে আশাবাদ তৈরি হয়েছে। তাদের প্রত্যাশা-তিনি দায়িত্বশীল, ন্যায়নিষ্ঠ ও জনবান্ধব পুলিশিং-এর মাধ্যমে বামনাকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অনলাইন জুয়ার মতো অপরাধ থেকে মুক্ত রাখবেন। সমাজের অবহেলিত ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে ন্যায়বিচার নিশ্চিত করবেন বলেও আশা করেন স্থানীয়রা।

স্থানীয় সুধীজনদের ভাষ্য, দক্ষতা ও অভিজ্ঞতার সমন্বয়ে ওসি আবদুল্লাহ আল মামুন থানার কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করবেন। এতে এলাকার সামগ্রিক শান্তি-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি ঘটবে।

দায়িত্ব গ্রহণের পর নতুন ওসি আবদুল্লাহ আল মামুন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ সব রকম অপরাধ দমনে সবার সহযোগিতা কামনা করেন।

জনপ্রিয় সংবাদ

বামনা থানায় নতুন ওসি আবদুল্লাহ আল মামুনের যোগদান

প্রকাশিত : ১০:৩০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫

বামনা (বরগুনা) প্রতিনিধি:  বরগুনার বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন আবদুল্লাহ আল মামুন।

সোমবার (৮ ডিসেম্বর) রাতে তিনি বামনা থানায় আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। এর আগে পিরোজপুরের মঠবাড়িয়া থানার ওসি ছিলেন আবদুল্লাহ আল মামুন।

তার গ্রামের বাড়ি বাগেরহাট জেলায়। পেশাগত অভিজ্ঞতায় তিনি বিভিন্ন থানা ও ইউনিটে দায়িত্ব পালন করেছেন।

নতুন ওসিকে ঘিরে এলাকাবাসীর মধ্যে আশাবাদ তৈরি হয়েছে। তাদের প্রত্যাশা-তিনি দায়িত্বশীল, ন্যায়নিষ্ঠ ও জনবান্ধব পুলিশিং-এর মাধ্যমে বামনাকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অনলাইন জুয়ার মতো অপরাধ থেকে মুক্ত রাখবেন। সমাজের অবহেলিত ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে ন্যায়বিচার নিশ্চিত করবেন বলেও আশা করেন স্থানীয়রা।

স্থানীয় সুধীজনদের ভাষ্য, দক্ষতা ও অভিজ্ঞতার সমন্বয়ে ওসি আবদুল্লাহ আল মামুন থানার কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করবেন। এতে এলাকার সামগ্রিক শান্তি-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি ঘটবে।

দায়িত্ব গ্রহণের পর নতুন ওসি আবদুল্লাহ আল মামুন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ সব রকম অপরাধ দমনে সবার সহযোগিতা কামনা করেন।