পিরোজপুর প্রতিনিধি : “পরিচ্ছন্ন পরিবেশ, বদলে দিব বাংলাদেশ” মহান বিজয় দিবস উপলক্ষ্যে এই শ্লোগানে পিরোজপুর পৌর জামায়াতের উদ্যোগে শুরু হয়েছে মাসব্যাপী পরিষ্কার পরিচ্ছন্নতা ও জনসচেতনতা কর্মসূচি। বুধবার সকাল দশটায় পৌর জামায়াতের উদ্যোগে এ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতা কর্মসূচি উদ্বোধন করেন পিরোজপুর-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী । এ সময় আর উপস্থিত ছিলেন পিরোজপুরের সিভিল সার্জন ডাক্তার মোঃ মতিউর রহমান, জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মোঃ নিজাম উদ্দিন, জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক, পৌর জামায়াতের আমির মোঃ ইসহাক আলী খান সহ হাসপাতালে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী ও জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সময় জামায়াতের নেতৃবৃন্দ বলেন, তাদের এ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান নিয়মিত চলবে। তারই অংশ হিসেবে আজ জেলা হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

ডেস্ক রিপোর্ট 






















