জুবাইয়া বিন্তে কবির :
উচ্চশিক্ষার গুণগত উন্নয়ন ও কার্যকর সুশাসন নিশ্চিত করতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এবং সরকারি বিশ্ববিদ্যালয়সমূহের প্রশাসনিক কাঠামোকে আরও শক্তিশালী করার লক্ষ্যে রাজধানীতে এক গুরুত্বপূর্ণ সেক্টরভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত হয়।
সোমবার (১৫ ডিসেম্বর ২০২৫) রাজধানীর রূপসী বাংলা গ্র্যান্ড বলরুম–২, হোটেল ইন্টারকন্টিনেন্টালে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় এবং HEAT Project।
“উচ্চশিক্ষা কার্যক্রমে গতিশীলতা আনয়নে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও সরকারি বিশ্ববিদ্যালয়সমূহের প্রশাসনিক কর্মকর্তাদের জন্য সেক্টরভিত্তিক ক্যাপাসিটি বিল্ডিং কর্মশালা” শীর্ষক এ আয়োজনে দেশের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রারগণ অংশগ্রহণ করেন।

কর্মশালায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)–এর পক্ষে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম এবং রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ ইকতিয়ার উদ্দিন। তাঁদের সক্রিয় উপস্থিতি ও অংশগ্রহণ কর্মশালার গুরুত্বকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।
কর্মশালার উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার। এতে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন । দ্বিতীয় সেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউজিসির মাননীয় চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউজিসির সদস্য অধ্যাপক ড মোঃ তানজিম উদ্দিন খান, সঞ্চালনা করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্ন সচিব, বিশ্ববিদ্যালয় -২ অধিশাখা (সরকারি বিশ্ববিদ্যালয়) শারমিনা নাসরীন এবং সভাপতিত্ব করেন শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার।
কর্মশালায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের দক্ষতা বৃদ্ধি, নীতিমালা বাস্তবায়নে সমন্বয়, আর্থিক ব্যবস্থাপনার স্বচ্ছতা, একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে জবাবদিহিতা নিশ্চিতকরণ, আধুনিক মানবসম্পদ ব্যবস্থাপনা এবং তথ্যপ্রযুক্তিনির্ভর প্রশাসনিক সংস্কার নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি ইউজিসি ও বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে কার্যকর যোগাযোগ ও সমন্বয় জোরদারের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

কর্মশালায় অংশ নিয়ে পবিপ্রবির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, উচ্চশিক্ষার টেকসই উন্নয়নে প্রশাসনিক দক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের কর্মশালা বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনাকে আরও কার্যকর করতে সহায়ক হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনে আধুনিক ও স্বচ্ছ ব্যবস্থাপনা গড়ে তুলতে ইউজিসির এ উদ্যোগ প্রশংসনীয়।

ডেস্ক রিপোর্ট 






















