ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

চাচাতো ভাইয়ের হাতে ভাই খুন কুষ্টিয়ায়

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০২:০১:২০ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • ৩ বার দেখা হয়েছে

কুষ্টিয়ায় পারিবারিক কলহের জেরে চাচাতো ছোট ভাইয়ের হাতে বড় ভাই হাফিজুল (৪০) নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের মটপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাফিজুল একই এলাকার মৃত নুর ইসলামের ছেলে। তিনি পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান নিহতের চাচাতো ভাই মহিরের রসুনখেতে মুরগি ঢুকে পড়াকে কেন্দ্র করে হাফিজুল ও মহিরের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। ধস্তাধস্তির সময় মহির পেছন দিক থেকে বল্লম দিয়ে হাফিজুলের শরীরে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে।

কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, পারিবারিক কলহের কারণেই এই হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহত হাফিজুলের মরদেহ কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

চাচাতো ভাইয়ের হাতে ভাই খুন কুষ্টিয়ায়

প্রকাশিত : ০২:০১:২০ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

কুষ্টিয়ায় পারিবারিক কলহের জেরে চাচাতো ছোট ভাইয়ের হাতে বড় ভাই হাফিজুল (৪০) নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের মটপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাফিজুল একই এলাকার মৃত নুর ইসলামের ছেলে। তিনি পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান নিহতের চাচাতো ভাই মহিরের রসুনখেতে মুরগি ঢুকে পড়াকে কেন্দ্র করে হাফিজুল ও মহিরের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। ধস্তাধস্তির সময় মহির পেছন দিক থেকে বল্লম দিয়ে হাফিজুলের শরীরে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে।

কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, পারিবারিক কলহের কারণেই এই হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহত হাফিজুলের মরদেহ কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।