ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

দুমকিতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আঃ রাজ্জাক খানের দাফন সম্পন্ন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৩:৩৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • ৭ বার দেখা হয়েছে

দুমকি প্রতিনিধিঃ  পটুয়াখালীর দুমকি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের মধ্য ঝাটরা নিবাসী বীর মুক্তিযোদ্ধা ও আঙ্গারিয়া ইউনিয়ন বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আঃ রাজ্জাক খানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টায় নিজ বাড়ি মধ্য ঝাটরা খান বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়।
দুমকি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ ফরিদা সুলতানা রাষ্ট্রে পক্ষে সালাম গ্রহণ করেন। এসময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের কফিনে পুস্পস্তবক অর্পণ করা হয়। দুমকি থানার এসআই আই মোঃ সজিব হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার দেন। এসময় বিউগলের করুন সুর বাজানো হয় এবং পরে এক মিনিট নীরবতা পালন করে এক‌ই স্হানে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।


মরহুম বীর মুক্তিযোদ্ধা আঃ রাজ্জাক খান ৭২ বছর বয়সে গতকাল মঙ্গলবার রাত ৮টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন।
মরহুমের জানাজার নামাজে দুমকি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাউন্সিলের সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ এলাকার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান উপস্থিত ছিলেন।

দুমকিতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আঃ রাজ্জাক খানের দাফন সম্পন্ন

প্রকাশিত : ০৩:৩৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

দুমকি প্রতিনিধিঃ  পটুয়াখালীর দুমকি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের মধ্য ঝাটরা নিবাসী বীর মুক্তিযোদ্ধা ও আঙ্গারিয়া ইউনিয়ন বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আঃ রাজ্জাক খানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টায় নিজ বাড়ি মধ্য ঝাটরা খান বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়।
দুমকি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ ফরিদা সুলতানা রাষ্ট্রে পক্ষে সালাম গ্রহণ করেন। এসময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের কফিনে পুস্পস্তবক অর্পণ করা হয়। দুমকি থানার এসআই আই মোঃ সজিব হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার দেন। এসময় বিউগলের করুন সুর বাজানো হয় এবং পরে এক মিনিট নীরবতা পালন করে এক‌ই স্হানে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।


মরহুম বীর মুক্তিযোদ্ধা আঃ রাজ্জাক খান ৭২ বছর বয়সে গতকাল মঙ্গলবার রাত ৮টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন।
মরহুমের জানাজার নামাজে দুমকি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাউন্সিলের সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ এলাকার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান উপস্থিত ছিলেন।