ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫

আরব আমিরাত গোপন ইসরায়েল থেকে ২৮ হাজার কোটির অস্ত্র কিনছে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:২৮:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
  • ৩ বার দেখা হয়েছে

দখলদার ইসরায়েল থেকে গোপনে ২ দশমিক ৩ বিলিয়ন ডলারের অস্ত্র কেনার চুক্তি করেছে মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী মুসলিম দেশ সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশি অর্থে যা ২৮ হাজার কোটি টাকার সমান।

ফরাসি সংবাদমাধ্যম ইন্টিলিজেন্স অনলাইন গত সপ্তাহে এই গোপন চুক্তির কথা ফাঁস করে বলে বুধবার (১৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য নিউ আরব।

ইসরায়েলি কুখ্যাত অস্ত্র উৎপাদনকারী এলবিট সিস্টেমের সঙ্গে অত্যন্ত গোপনে চুক্তিটি করে আমিরাত। গত মাসে এলবিট সিস্টেম জানায়, তারা একটি দেশের সঙ্গে ২ দশমিক ৩ বিলিয়ন ডলারের চুক্তি করেছে। তবে দেশের নাম প্রকাশ করেনি।

এলবিট সিস্টেমের অস্ত্র উৎপাদনের কারখানা আছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে। এগুলোতে প্রায়ই হানা দেন ফিলিস্তিনপন্থি অধিকারকর্মীরা।

ফরাসি সংবাদমাধ্যম ইন্টিলিজেন্স জানিয়েছে, এলবিটের জে-মিউজিক এয়ারক্রাফট প্রোটেকশন সিস্টেমের আপডেট ভার্সন কিনেছে আমিরাত।

এই ব্যবস্থাগুলো মূলত উন্নত লেজার প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি। যা বিমানের দিকে ছোড়া সারফেস টু এয়ার মিসাইলের সেন্সর অকেজো করে দিতে সক্ষম। ইসরায়েলি সরকারের অনুমোদন নিয়ে একটি যৌথ প্রকল্পের আওতায় এই প্রযুক্তিগুলো সংযুক্ত আরব আমিরাতেই  তৈরি করা হবে।

মোট আট বছর মেয়াদী এই চুক্তিটি ইসরায়েলের ইতিহাসের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র চুক্তি হিসেবে বিবেচিত হচ্ছে। প্রতিরক্ষা প্রযুক্তির অত্যন্ত সংবেদনশীলতার কারণে এই চুক্তির অনেক তথ্যই এখনও গোপন রাখা হয়েছে। তবে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং অক্সফাম—উভয় সংস্থাই এই চুক্তির সমালোচনা করেছে। তাদের মতে, এর ফলে বেসামরিক মানুষের ক্ষতি হতে পারে বা আন্তর্জাতিক আইন লঙ্ঘিত হওয়ার ঝুঁকি থাকতে পারে।

রাজধানীর তোপখানায় উদীচী শিল্পীগোষ্ঠীর অফিসে আগুন

আরব আমিরাত গোপন ইসরায়েল থেকে ২৮ হাজার কোটির অস্ত্র কিনছে

প্রকাশিত : ০৯:২৮:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫

দখলদার ইসরায়েল থেকে গোপনে ২ দশমিক ৩ বিলিয়ন ডলারের অস্ত্র কেনার চুক্তি করেছে মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী মুসলিম দেশ সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশি অর্থে যা ২৮ হাজার কোটি টাকার সমান।

ফরাসি সংবাদমাধ্যম ইন্টিলিজেন্স অনলাইন গত সপ্তাহে এই গোপন চুক্তির কথা ফাঁস করে বলে বুধবার (১৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য নিউ আরব।

ইসরায়েলি কুখ্যাত অস্ত্র উৎপাদনকারী এলবিট সিস্টেমের সঙ্গে অত্যন্ত গোপনে চুক্তিটি করে আমিরাত। গত মাসে এলবিট সিস্টেম জানায়, তারা একটি দেশের সঙ্গে ২ দশমিক ৩ বিলিয়ন ডলারের চুক্তি করেছে। তবে দেশের নাম প্রকাশ করেনি।

এলবিট সিস্টেমের অস্ত্র উৎপাদনের কারখানা আছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে। এগুলোতে প্রায়ই হানা দেন ফিলিস্তিনপন্থি অধিকারকর্মীরা।

ফরাসি সংবাদমাধ্যম ইন্টিলিজেন্স জানিয়েছে, এলবিটের জে-মিউজিক এয়ারক্রাফট প্রোটেকশন সিস্টেমের আপডেট ভার্সন কিনেছে আমিরাত।

এই ব্যবস্থাগুলো মূলত উন্নত লেজার প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি। যা বিমানের দিকে ছোড়া সারফেস টু এয়ার মিসাইলের সেন্সর অকেজো করে দিতে সক্ষম। ইসরায়েলি সরকারের অনুমোদন নিয়ে একটি যৌথ প্রকল্পের আওতায় এই প্রযুক্তিগুলো সংযুক্ত আরব আমিরাতেই  তৈরি করা হবে।

মোট আট বছর মেয়াদী এই চুক্তিটি ইসরায়েলের ইতিহাসের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র চুক্তি হিসেবে বিবেচিত হচ্ছে। প্রতিরক্ষা প্রযুক্তির অত্যন্ত সংবেদনশীলতার কারণে এই চুক্তির অনেক তথ্যই এখনও গোপন রাখা হয়েছে। তবে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং অক্সফাম—উভয় সংস্থাই এই চুক্তির সমালোচনা করেছে। তাদের মতে, এর ফলে বেসামরিক মানুষের ক্ষতি হতে পারে বা আন্তর্জাতিক আইন লঙ্ঘিত হওয়ার ঝুঁকি থাকতে পারে।