নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলী ঘাটে ধলেশ্বরী নদী পারাপারের সময় ফেরিতে থাকা একটি ট্রাকের ধাক্কায় পাঁচটি যানবাহন নদীতে ছিটকে পড়ার ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) দিবাগত রাতে নিহতদের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিহতরা হলেন— মোটরসাইকেল আরোহী রফিক (৩৫), ভ্যানচালক স্বাধীন (২৫) ও প্রবাসী মাসুদ (৪০)।

শনিবার রাত সাড়ে নয়টায় বক্তাবলী ফেরীঘাটের পুর্বপাড় থেকে ছেড়ে যাওয়া ফেরীটি মাঝনদীতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, বক্তাবলী ঘাট থেকে ছোট-বড় অন্তত ২০টি যানবাহন নিয়ে ফেরিটি ওপারে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। ধলেশ্বরী নদীর ঠিক মাঝখানে পৌঁছালে হঠাৎ একটি ট্রাকের চালক ইঞ্জিন চালু করেন। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ভ্যান, দুটি অটোরিকশা এবং দুটি মোটরসাইকেলকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় ট্রাকসহ পাঁচটি যানবাহনই ফেরি থেকে নদীতে পড়ে তলিয়ে যায়। দুর্ঘটনার কবলে পড়ে বেশ কয়েকজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও তিন যাত্রী পানিতে তলিয়ে যান।
ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার হাসিনুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, শীতের মধ্যেও সর্বোচ্চ চেষ্টা করে উদ্ধার কাজ চালানো হচ্ছে।
বক্তাবলী নৌ পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর (ইনচার্জ) রকিবুজ্জামান জানান, ফেরিতে থাকা অবস্থায় চালকের অসতর্কতার কারণে ট্রাকটি সচল হয়ে যাওয়ায় এই প্রাণহানি ঘটেছে। দুর্ঘটনার পর ট্রাকটি উদ্ধার এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

ডেস্ক রিপোর্ট 






















