ঢাকা ০৬:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫

৪ জানুয়ারি ইসিই অনার্স ২য় বর্ষের উত্তরপত্র পুনঃমূল্যায়নের আবেদন শুরু

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:৩১:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • ১৪ বার দেখা হয়েছে

২০২৩ সালের বিএসসি অনার্স ইন ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) দ্বিতীয় বর্ষ চতুর্থ সেমিস্টার পরীক্ষার উত্তরপত্র পুনঃমূল্যায়নের আবেদন আহ্বান করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। আগামী ৪ থেকে ১২ জানুয়ারি পর্যন্ত অনলাইনে এ আবেদন করা যাবে।

সোমবার (২২ ডিসেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ এনামূল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন ফরম পূরণ করে নির্ধারিত ফি জমা দিলে পুনঃমূল্যায়নের আবেদন সম্পন্ন হবে। প্রতিটি বিষয়ের জন্য পুনঃমূল্যায়ন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২০০ টাকা। আবেদনকারীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে এবং সেখান থেকে পে-স্লিপ ডাউনলোড করতে হবে।

আরও বলা হয়, পে-স্লিপের মাধ্যমে নিকটস্থ সোনালী ব্যাংকের যেকোনো শাখায় নির্ধারিত ফি জমা দেওয়া যাবে। পাশাপাশি সোনালী ব্যাংকের অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ, রকেট, নগদ, ট্যাপ এবং বিভিন্ন কার্ড যেমন আমেরিকান এক্সপ্রেস, ভিসা, ডিবিবিএল নেক্সাস ও মাস্টারকার্ড ব্যবহার করেও ফি পরিশোধ করা যাবে। এছাড়া সোনালী ব্যাংকের হিসাবধারীরা নিজ নিজ ব্যাংক হিসাব থেকে সরাসরি অনলাইনে অর্থ স্থানান্তরের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবেন।

নির্ধারিত সময়ের আগে বা পরে কোনো আবেদন গ্রহণ করা হবে না। একইভাবে নির্ধারিত অনলাইন পদ্ধতি ছাড়া অন্য কোনো ব্যাংক ফরমে ফি জমা দিলে বা নিয়মের বাইরে গিয়ে আবেদন করলে সেক্ষেত্রে উদ্ভূত কোনো জটিলতার দায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নেবে না। ফি জমাদানের সঙ্গে সঙ্গেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে। আবেদনকারীদের আবেদনপত্র বা পে-স্লিপের কোনো কপি ডাকযোগে বা সরাসরি বিশ্ববিদ্যালয়ে পাঠানোর প্রয়োজন নেই বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সংশ্লিষ্ট শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার জন্য অনুরোধ জানানো হয়েছে। প্রয়োজনে শিক্ষার্থীরা পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের ই-মেইলের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ঢাকার পথে পটুয়াখালী থেকে নেতাকর্মীদের নিয়ে দুই লঞ্চ

৪ জানুয়ারি ইসিই অনার্স ২য় বর্ষের উত্তরপত্র পুনঃমূল্যায়নের আবেদন শুরু

প্রকাশিত : ০৮:৩১:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫

২০২৩ সালের বিএসসি অনার্স ইন ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) দ্বিতীয় বর্ষ চতুর্থ সেমিস্টার পরীক্ষার উত্তরপত্র পুনঃমূল্যায়নের আবেদন আহ্বান করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। আগামী ৪ থেকে ১২ জানুয়ারি পর্যন্ত অনলাইনে এ আবেদন করা যাবে।

সোমবার (২২ ডিসেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ এনামূল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন ফরম পূরণ করে নির্ধারিত ফি জমা দিলে পুনঃমূল্যায়নের আবেদন সম্পন্ন হবে। প্রতিটি বিষয়ের জন্য পুনঃমূল্যায়ন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২০০ টাকা। আবেদনকারীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে এবং সেখান থেকে পে-স্লিপ ডাউনলোড করতে হবে।

আরও বলা হয়, পে-স্লিপের মাধ্যমে নিকটস্থ সোনালী ব্যাংকের যেকোনো শাখায় নির্ধারিত ফি জমা দেওয়া যাবে। পাশাপাশি সোনালী ব্যাংকের অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ, রকেট, নগদ, ট্যাপ এবং বিভিন্ন কার্ড যেমন আমেরিকান এক্সপ্রেস, ভিসা, ডিবিবিএল নেক্সাস ও মাস্টারকার্ড ব্যবহার করেও ফি পরিশোধ করা যাবে। এছাড়া সোনালী ব্যাংকের হিসাবধারীরা নিজ নিজ ব্যাংক হিসাব থেকে সরাসরি অনলাইনে অর্থ স্থানান্তরের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবেন।

নির্ধারিত সময়ের আগে বা পরে কোনো আবেদন গ্রহণ করা হবে না। একইভাবে নির্ধারিত অনলাইন পদ্ধতি ছাড়া অন্য কোনো ব্যাংক ফরমে ফি জমা দিলে বা নিয়মের বাইরে গিয়ে আবেদন করলে সেক্ষেত্রে উদ্ভূত কোনো জটিলতার দায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নেবে না। ফি জমাদানের সঙ্গে সঙ্গেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে। আবেদনকারীদের আবেদনপত্র বা পে-স্লিপের কোনো কপি ডাকযোগে বা সরাসরি বিশ্ববিদ্যালয়ে পাঠানোর প্রয়োজন নেই বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সংশ্লিষ্ট শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার জন্য অনুরোধ জানানো হয়েছে। প্রয়োজনে শিক্ষার্থীরা পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের ই-মেইলের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।