বরিশাল প্রতিনিধি :বরিশালের ছয়টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মোট ১৮ জন প্রার্থী ১৯টি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তার মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে।
প্রাপ্ত তথ্যানুযায়ী, গত ডিসেম্বর মাস থেকে প্রতিদ্বন্দ্বিতায় ইচ্ছুক প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ শুরু করেছেন।

বরিশাল-১ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব্দুস সোবাহান, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. রাসেল সরদার এবং নাগরিক ঐক্যের প্রার্থী মো. স্বপন সরদার।
বরিশাল-২ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির মনোনীত প্রার্থী সরদার সরফুদ্দিন আহমেদ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর তরিকুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল মন্নান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ নেছার উদ্দিন।
বরিশাল-৩ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির মনোনীত প্রার্থী জয়নুল আবেদীন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. সিরাজুল ইসলাম এবং জাতীয় পার্টির প্রার্থী গোলাম কিবরিয়া টিপু।
বরিশাল-৫ (সদর) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির মনোনীত প্রার্থী মো. মজিবর রহমান সরওয়ার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি সৈয়দ মো. ফয়জুল করীম এবং বাসদের মনীষা চক্রবর্তী।
এ ছাড়া বরিশাল-৬ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মুসলিম লীগের প্রার্থী আব্দুল কুদ্দুস, বিএনপির প্রার্থী আবুল হোসেন খান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মাহমুদুন্নবী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি সৈয়দ মো. ফয়জুল করীম।
তবে বরিশাল-৪ আসনে এখন পর্যন্ত কোনো প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেননি।

ডেস্ক রিপোর্ট 






















