দেশের বাজারে পেঁয়াজের দাম বেড়ে ১৬০ টাকায় উঠে যাওয়ায় ভারত থেকে আমদানির অনুমোদন দেয় সরকার। দেশটি থেকে প্রায় দুই সপ্তাহ ধরে পেঁয়াজ আমদানি শুরু হলেও দেশের বাজারে রান্নাঘরের অতীব জরুরি পণ্যটির দাম তেমন কমেনি। এখনো দেশি পুরোনো পেঁয়াজ প্রতি কেজি ১৪০ টাকায় এবং ভারতীয় পেঁয়াজ ৯০ টাকায় বিক্রি হচ্ছে।
তবে, আগামী দুই-একদিনের মধ্যে ভারতীয় পেঁয়াজের দাম ৫০ টাকায় বা তার চেয়েও নিচে নেমে আসতে পারে বলে ধারণা করছেন পাইকারি ব্যবসায়ীরা। আর ভারতের পেঁয়াজের দাম কমলে পুরোনো দেশি পেঁয়াজের দামও কমতে পারে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি দেশি পুরোনো পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৩০-১৪০ টাকা দরে। আর ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকা দরে। এ ছাড়া মুড়িকাটা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়।
প্রসঙ্গত, চলতি মাসের ৭ তারিখ থেকে ভারতীয় পেঁয়াজ আমদানি হচ্ছে। বর্তমানে ভারত থেকে পর্যাপ্ত পেঁয়াজ আমদানি হচ্ছে, তাই বাজারে সরবরাহও বাড়ছে। চাহিদা বিবেচনায় সরবরাহ বৃদ্ধি পাওয়ায় ভারতীয় পেঁয়াজের দামও কমে আসতে শুরু করেছে।

ডেস্ক রিপোর্ট 






















