দুমকি প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে দৈনিক ইত্তেফাক পত্রিকার ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।
বুধবার (২৪ডিসেম্বর) বেলা ১১টায় দুমকি নতুন বাজার নিউ চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন দুমকি উপজেলা ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি অধ্যক্ষ জামাল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুমকি উপজেলা বিএনপির সভাপতি মোঃ খলিলুর রহমান।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক গনদাবী’র সম্পাদক গোলাম কিবরিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা সমকাল ও আরটিভি প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মুফতি সালাহউদ্দিন, প্রথম আলো জেলা প্রতিনিধি বিলাস দাস, দুমকি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ হাওলাদার, উপজেলা বেসরকারি শিক্ষক সমিতির সভাপতি কাজী মাকসুদুর রহমান, পল্লী সেবা সংঘের পরিচালক হোসাইন আহমদ কবির হাওলাদার, লুথ্যারান হেলথকেয়ার বাংলাদেশ এর সহকারী হাসপাতাল পরিচালক ডাঃ অমিতাভ তরফদার, সিনিয়র সাংবাদিক অধ্যক্ষ জসিম উদ্দিন সুমন, দুমকি প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন, সিনিয়র সাংবাদিক আমির হোসেন ও হারুন অর রশীদ প্রমুখ। এসময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সুশীল সমাজের ব্যাক্তিবর্গ, বনিক সমিতির নেতৃবৃন্দ, দুমকিতে কর্তব্যরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। আলোচনা সভা শেষে দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকীতে দুমকিতে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সাংবাদিকতা, তরুণ উদ্যোক্তা ও প্রতিবন্ধীসহ বিভিন্ন বিষয়ে অবদানের জন্য সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

ডেস্ক রিপোর্ট 






















