শেরপুর প্রতিনিধি: শেরপুরে নানা আয়োজনে খ্রিস্টান ধর্মাবলম্বীদের বৃহত্তর ধর্মীয় উৎসব বড়দিন পালিত হয়েছে। ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে নালিতাবাড়ী উপজেলার বারোমারী সাধু লিওর ধর্মপল্লীতে পবিত্র খ্রিস্টযাগের আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে শুরু হয় বড়দিনের উৎসব।
এরপর বিশেষ প্রার্থনা, ধর্মীয় আলোচনা ও সংকীর্তনের মধ্যদিয়ে শেষ হবে বড়দিনের আনুষ্ঠানিক কার্যক্রম। এছাড়াও দিনব্যাপী জেলার বিভিন্ন খ্রিস্টান মিশন এবং ধর্মীয় উপাসানালয় ও খিস্টভক্তদের বাড়িতে বাড়িতে চলছে উৎসবের আমেজ।

বিশেষ করে শেরপুর সদরের চরশ্রীপুর, পৌর এলাকার কসবা গারোপল্লী, সীমান্তের ঝিনাইগাতী উপজেলার মরিয়মনগর আদিবাসি খ্রিস্টান ধর্মপল্লী, নালিতাবাড়ী উপজেলার বারোমারি সাধু লিওর ধর্মপল্লী ও শ্রীবরদী উপজেলার বাবেলাকোনা আদিবাসী খ্রিস্টান ধর্মপল্লীসহ জেলার ১৮টি গীর্জায় প্রায় বিশ হাজার খ্রিস্টান ধর্মালম্বী গারো আদিবাসীসহ খ্রিস্ট ভক্তরা নানা আয়োজনে দিনটি উদযাপন করেন। দিনটি উপলক্ষে খ্রিস্টধর্মের নারী-পুুরুষ ও শিশুরা নতুন পোশাকে গির্জায় গির্জায় ঘুরে উৎসবে অংশ নেন।
এ ব্যাপারে বারোমারি সাধু লিওর ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার তরুণ বনোয়ারি বলেন, প্রভু যিশুখ্রিস্ট মানুষের দুঃসময়ে, মানুষের একাকিত্বে মানুষের কষ্টে তিনি এই পৃথিবীতে মুক্তি নিয়ে এসেছেন এবং আমরা সেই মূল ভাবটি ধারণ এই ধর্মপল্লীতে ও সারা বিশ্বব্যাপী মুক্তিদাতা যিশুখ্রিস্টকে তার জন্ম উৎসবকে আনন্দ সহকারে উদযাপন করি।

ডেস্ক রিপোর্ট 





















