জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ) ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।
শুক্রবার (আজ) বেলা ১১টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ দেশের মোট ১২টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা শুরু হয়।
এ বছর বিজ্ঞান অনুষদের ৮৬০টি আসনের বিপরীতে লড়ছেন ৭২ হাজার ৪৭৪ জন পরীক্ষার্থী। সেই হিসাবে প্রতি আসনের বিপরীতে লড়ছেন ৮৫ জন শিক্ষার্থী। ঢাকার ভেতরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ মোট ৯টি কেন্দ্রে এবং ঢাকার বাইরে রাজশাহী, কুমিল্লা ও খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

পরীক্ষার সার্বিক বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, ‘ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে পর্যাপ্তসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রক্টরিয়াল টিম ও স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করছেন। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আমরা আশা করছি, পুরো পরীক্ষা কার্যক্রম শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হবে।’
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আগামী ২৭ ডিসেম্বর ‘সি’ ইউনিটের (বাণিজ্য) পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের পরীক্ষা আগামী ৯ জানুয়ারি বেলা ১১টা থেকে দুপুর ১২টা এবং কলা ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষা আগামী ৩০ জানুয়ারি বেলা ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

ডেস্ক রিপোর্ট 






















