নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মহান বিজয় দিবসের ৫৫তম বর্ষপূর্তি উপলক্ষে শুক্রবার সকাল সাড়ে ৬টায় ভিক্টোরি রান উইথ ইনকিলাব ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সংগঠন ইনকিলাব শিক্ষা ও সাংস্কৃতিক সংসদ-এর উদ্যোগে এই বর্ণাঢ্য ম্যারাথনের আয়োজন করা হয়। ‘Run for Health, Run for Victory’ শিরোনামে অনুষ্ঠিত এই ম্যারাথনে বরিশালের অন্তত পাঁচ শতাধিক ছাত্র-জনতা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরার লক্ষ্যেই এই আয়োজন করা হয়। ম্যারাথনটি বরিশালের বেলস পার্ক থেকে শুরু হয়ে বান্দ রোড, আমতলার মোড় ও বাংলাবাজার রোড অতিক্রম করে জিলা স্কুল মোড় হয়ে লঞ্চঘাট প্রদক্ষিণ করে প্রায় সাত কিলোমিটার দৌড় দিয়ে পুনরায় বেলস পার্কে এসে শেষ হয়। ম্যারাথনে স্পনসর হিসেবে ছিলো IBN Sina Pharmaceutical , RETINA Medical & Denta admission coaching ও Square Pharmaceuticals.
অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন শের-ই-বাংলা মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. রফিকুল বারী। এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী মেডিকেল কলেজের নাক-কান-গলা বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আফজাল করিম ও ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস এর বরিশালের রিজিওনাল কর্মকর্তাবৃন্দ সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ।
ম্যারাথনে অংশগ্রহণকারী প্রত্যেককে টি-শার্ট, চাবির রিংসহ বিভিন্ন আকর্ষণীয় উপহার প্রদান করা হয়। প্রতিযোগিতায় প্রথম তিনজনকে সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং টপ ১০০ ফিনিশারের জন্য ছিল বিশেষ মেডেল।
অনুষ্ঠানে জুলাইয়ের অন্যতম যোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদী হত্যার বিচার দাবিতে প্ল্যাকার্ড হাতে ছবি তোলা ও স্লোগানের মাধ্যমে প্রতিবাদ জানানো হয়। এ সময় বেলস পার্ক ছিল স্লোগানে মুখরিত।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আগে বক্তব্যে ইনকিলাব শিক্ষা ও সাংস্কৃতিক সংসদের সদস্য সচিব রিফাত মাহমুদ বলেন, “ভিক্টোরি রান উইথ ইনকিলাব বৃহত্তর বরিশালের মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা ছড়িয়ে দেওয়ার একটি প্রয়াস এবং একই সঙ্গে রাষ্ট্রবিরোধী নীল নকশাকারীদের প্রতি একটি হুংকার।”
এছাড়াও সংগঠনের আহ্বায়ক ডা. তৌহিদুল ইসলাম সিয়াম অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান এবং সবার সুস্বাস্থ্য কামনা করেন। তিনি ভবিষ্যতে ইনকিলাব শিক্ষা ও সাংস্কৃতিক সংসদের পক্ষ থেকে আরও বিভিন্ন ক্রীড়া ও সামাজিক কার্যক্রম আয়োজন করা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।

ডেস্ক রিপোর্ট 






















