দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে তিন দিন ব্যাপী ৫৪তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন।
মঙ্গলবার (৬জানুয়ারি) সকাল ১০টায় উপজেলা পরিষদ মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, লেবুখালী সরকারি হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন দুমকি উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফরিদা সুলতানা।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মোঃ শফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক স্কুল ও কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আঃ জব্বার হাওলাদার, ক্রীড়া পরিচালনা উপদেষ্টা কমিটির সদস্য মাও. দেলোয়ার হোসেন ও গাজী মোঃ ইউসুফ।
এসময় উপস্থিত ছিলেন, চড়বয়ড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেন, বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষকমন্ডলী, ক্রীড়া পরিচালনা কমিটির সদস্যবৃন্দ ও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীগন।

ডেস্ক রিপোর্ট 























