বেসরকারি স্কুল ও কলেজের জন্য এমপিওভুক্তির আবেদন প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে আগামী ১৪ জানুয়ারি থেকে। ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫’ এর আলোকে ২০২৫-২৬ অর্থবছরে নতুন প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার লক্ষ্যে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে।
বুধবার (৭ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
উপসচিব সাইয়েদ এ জেড মোরশেদ আলীর সই করা ওই গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনের সময়সীমা আগামী ১৪ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত। তবে সরাসরি, ই-মেইল বা ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না।

আবেদনকারী প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ (www.shed.gov.bd), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (www.dshe.gov.bd) অথবা বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস)-এর ওয়েবসাইট (www.banbeis.gov.bd) ভিজিট করে ‘Online MPO Application’ শিরোনামের লিংকের মাধ্যমে নির্দেশিকা অনুসরণ করে আবেদন জমা দিতে হবে।
এছাড়া নতুন প্রতিষ্ঠান এমপিওভুক্তির পুরো প্রক্রিয়া সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন হবে বলে গণবিজ্ঞপ্তিতে জানানো হয়। এ পদ্ধতিতে নতুন নীতিমালা-২০২৫ অনুযায়ী নির্ধারিত মানদণ্ডে উত্তীর্ণ প্রতিষ্ঠানগুলোর একটি তালিকা প্রস্তুত করা হবে। সরকার বিষয়টিতে যে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সংরক্ষণ করছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ডেস্ক রিপোর্ট 























