হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি: কনকনে শীতে জীবন যখন থমকে যায় , ঠিক তখনই মানবিকতার উষ্ণ হাত বাড়িয়ে দেয় বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি। মঙ্গলবার দুপুরে লালমনিরহাট তিস্তা ব্যাটালিয়ন এর পক্ষ থেকে প্রায় দুই শতাধিক শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র কম্বোল বিতরণ করা হয়।
তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) এর আয়োজনে
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের পুর্বসারডুবী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল শেখ মোঃ মুসাহিদ মাসুম পিএসসি। মাদক চোরাচালান প্রতিরোধ ও অবৈধ অনুপ্রবেশ বন্ধে জনসচেতনামূলক সভা শেষে স্থানীয় গরীব, অসহায় ও দুস্থ ২০০টি পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এছাড়াও উক্ত মত বিনিময় সভায় প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গন্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যম/মিডিয়া প্রতিনিধিগণসহ প্রায় তিনশত জন জনসাধারণ উপস্থিত ছিলেন।

এ সময় অধিনায়ক লেঃ কর্নেল শেখ মোঃ মুসাহিদ মাসুম পিএসসি, অবৈধভাবে সীমান্ত পারাপারের মাধ্যমে অনুপ্রবেশ এবং মাদক চোরাচালানসহ যাবতীয় চোরাচালান বন্ধের জন্য সকলের নিকট বিশেষভাবে তথ্য দিয়ে সহযোগিতা কামনা করেন। এ সময় তিনি মাদকের কুফল সম্পর্কে বলেন ও এই ধরণের পণ্য পরিবহন, সেবন ও মজুদের ব্যাপারে জিরো টলারেন্স (শূণ্য সহনশীলতা) ঘোষণা করেন।

ডেস্ক রিপোর্ট 























