ঢাকা ০৯:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

আইসিইউতে ফরিদা পারভীন, দোয়া চাইলেন স্বামী

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:৫৭:২৭ পূর্বাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৬৭ বার দেখা হয়েছে

শ্বাসকষ্ট নিয়ে শনিবার (১ ফেব্রুয়ারি) ভোরে হাসপাতালে ভর্তি হয়েছেন লালনসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন। এই মুহূর্তে আইসিইউতে রাখা হয়েছে এই শিল্পীকে। তবে শিল্পীর শারীরিক অবস্থা এখনও ভালো নেই বলে জানালেন ফরিদার স্বামী বিখ্যাত বংশীবাদক গাজী আব্দুল হাকিম। সেই সঙ্গে স্ত্রীর জন্য দোয়া চেয়েছেন তিনি।

গাজী আব্দুল হাকিম গণমাধ্যমকে বলেন, ফরিদা এখনও আইসিইউতেই আছেন। তবে চিকিৎসক বলেছেন তার শরীরের অবস্থা আগের চেয়ে একটু ভালো। কিন্তু আরও ভালো না হওয়া পর্যন্ত তাকে আইসিইউতেই রাখতে হবে।

আব্দুল হাকিম আরও বলেন, আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। আমাদের বিশ্বাস মহান আল্লাহ তায়ালার রহমত আর ফরিদার অসংখ্য ভক্ত শ্রোতার দোয়ায় সে ভালো হয়ে ফিরবে।

উল্লেখ্য, বর্তমানে লালন সংগীতজ্ঞ হিসেবেই পরিচিত ফরিদা পারভীন। তবে তিনি যে শুধু লালনের গান গেয়েছেন তা নয়। তিনি একাধারে গেয়েছেন আধুনিক এবং দেশাত্মবোধক গান। ফরিদা পারভীনের গাওয়া আধুনিক, দেশাত্মবোধক কিংবা লালন সাঁইয়ের গান সমান ভাবেই জনপ্রিয়। ১৯৬৮ সালে রাজশাহী বেতারের তালিকাভুক্ত শিল্পী হিসেবে নজরুলসংগীত গাইতে শুরু করেন ফরিদা। ১৯৭৩ সালের দিকে দেশাত্মবোধক গান গেয়ে জনপ্রিয়তা অর্জন করেন।

বিজয়ীদের জন্য প্রস্তুত হচ্ছে রাকসু ভবন

আইসিইউতে ফরিদা পারভীন, দোয়া চাইলেন স্বামী

প্রকাশিত : ১০:৫৭:২৭ পূর্বাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫

শ্বাসকষ্ট নিয়ে শনিবার (১ ফেব্রুয়ারি) ভোরে হাসপাতালে ভর্তি হয়েছেন লালনসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন। এই মুহূর্তে আইসিইউতে রাখা হয়েছে এই শিল্পীকে। তবে শিল্পীর শারীরিক অবস্থা এখনও ভালো নেই বলে জানালেন ফরিদার স্বামী বিখ্যাত বংশীবাদক গাজী আব্দুল হাকিম। সেই সঙ্গে স্ত্রীর জন্য দোয়া চেয়েছেন তিনি।

গাজী আব্দুল হাকিম গণমাধ্যমকে বলেন, ফরিদা এখনও আইসিইউতেই আছেন। তবে চিকিৎসক বলেছেন তার শরীরের অবস্থা আগের চেয়ে একটু ভালো। কিন্তু আরও ভালো না হওয়া পর্যন্ত তাকে আইসিইউতেই রাখতে হবে।

আব্দুল হাকিম আরও বলেন, আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। আমাদের বিশ্বাস মহান আল্লাহ তায়ালার রহমত আর ফরিদার অসংখ্য ভক্ত শ্রোতার দোয়ায় সে ভালো হয়ে ফিরবে।

উল্লেখ্য, বর্তমানে লালন সংগীতজ্ঞ হিসেবেই পরিচিত ফরিদা পারভীন। তবে তিনি যে শুধু লালনের গান গেয়েছেন তা নয়। তিনি একাধারে গেয়েছেন আধুনিক এবং দেশাত্মবোধক গান। ফরিদা পারভীনের গাওয়া আধুনিক, দেশাত্মবোধক কিংবা লালন সাঁইয়ের গান সমান ভাবেই জনপ্রিয়। ১৯৬৮ সালে রাজশাহী বেতারের তালিকাভুক্ত শিল্পী হিসেবে নজরুলসংগীত গাইতে শুরু করেন ফরিদা। ১৯৭৩ সালের দিকে দেশাত্মবোধক গান গেয়ে জনপ্রিয়তা অর্জন করেন।