গাজীপুরের শ্রীপুরে মাদক উদ্ধারের অভিযানে গিয়ে এক সুইপারের কাছ থেকে ৩৮ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগে পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. জাকির হোসেনকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন গাজীপুরের পুলিশ সুপার (এসপি) চৌধুরী মো. যাবের সাদেক।
অভিযুক্ত এএসআইকে শ্রীপুর থানা থেকে গাজীপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, শনিবার (১ ফেব্রুয়ারি) শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের পটকা গ্রামে মনির হোসেনের বাড়িতে মাদক উদ্ধার অভিযানে যান এএসআই জাকির হোসেন ও তার সঙ্গে থাকা দুই কনস্টেবল। অভিযানের সময় মনির হোসেনের ছেলে সুইপার পেশার আরিফ হোসেনের ঘর তল্লাশি করা হয়। তবে কোনো মাদক না পাওয়ার পরও এএসআই জাকির হোসেন তাকে গ্রেপ্তারের ভয় দেখিয়ে ৩ লাখ টাকা দাবি করেন। পরে দরকষাকষির পর আরিফ হোসেনের স্ত্রী স্বপ্না আক্তার গয়না বন্ধক রেখে ৩৮ হাজার টাকা সংগ্রহ করে এএসআইকে দেন বলে অভিযোগ ওঠে।
ভুক্তভোগী স্বপ্না আক্তার বলেন, ‘আমাদের বাড়িতে কোনো মাদক পায়নি পুলিশ। অহেতুক হয়রানি করেছে। গ্রেপ্তার এড়াতে গয়না বন্ধক রেখে ৩৮ হাজার টাকা দিতে হয়েছে।’
অন্যদিকে অভিযুক্ত এএসআই জাকির হোসেন ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি মাদক উদ্ধারের জন্য অভিযান চালিয়েছি, কিন্তু কিছু পাইনি। তাই শূন্য জব্দ তালিকা করে ফিরে এসেছি। কোনো টাকা নেইনি।”
এ বিষয়ে গাজীপুরের পুলিশ সুপার (এসপি) চৌধুরী মো. যাবের সাদেক বলেন, ‘টাকা নেওয়ার অভিযোগ ওঠায় এএসআই জাকির হোসেনকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। তদন্তে দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’