ঢাকা ১১:০৬ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬

আবারও প্রভাসের সঙ্গে জুটি বাঁধছেন দীপিকা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:১৪:২৪ পূর্বাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
  • ২৩৭ বার দেখা হয়েছে

ভারতের দুই প্রভাবশালী অভিনয়শিল্পী প্রভাস ও দীপিকা পাডুকোন। একজন দক্ষিণ ভারত কাঁপিয়ে এখন রাজত্ব করছেন বলিউডে, অন্যজন বলিউড থেকে হাত প্রসারিত করছেন দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রিতে। এভাবেই চলছে তাদের কর্মযজ্ঞ।

গত বছর ‘কাল্কি ২৮৯৮ এডি’ সিনেমার মাধ্যমে প্রথমবার একসঙ্গে পর্দায় আসেন এ দুই সুপারস্টার। সিনেমাটি সুপারহিটের তকমা পেয়েছে। জানা গেছে, আবারও পর্দা ভাগাভাগি করছেন প্রভাস ও দীপিকা। আর তাদের নিয়ে সিনেমা বানানোর ঘোষণা দিয়েছেন বলিউড নির্মাতা সন্দীপ রেড্ডি ভাঙ্গা। সিনেমার নাম ‘স্পিরিট’।

এ নির্মাতার সিনেমার সংখ্যা বেশি নয়। হাতেগোনা কয়েকটি। তবে যেকটি বানিয়েছেন সবই হিট। তাই তার সিনেমায় অভিনয়ের প্রস্তাব সাধারণত কেউ ফিরিয়ে দেন না। একমাত্র দীপিকা ব্যতিক্রম। তিনি প্রস্তাব ফিরিয়েছিলেন। কারণ ‘স্পিরিট’ নির্মিত হওয়ার কথা ছিল গত বছরের শেষের দিকে। শুরু থেকেই নায়িকা হিসাবে নির্মাতার প্রথম পছন্দ ছিল দীপিকা। প্রস্তাবও দিয়েছিলেন অভিনেত্রীকে। কিন্তু দীপিকা ‘না’ করে দিয়েছেন। অবশ্য ইচ্ছা থাকলেও তিনি কাজটি করতে পারতেন না। কারণ সে সময় অভিনেত্রী ছিলেন অন্তঃসত্ত্বা। পছন্দের নায়িকাকে পেতে সন্দীপ অপেক্ষা করেছেন। আর অপেক্ষার মূল্যও দিয়েছেন দীপিকা।

অবশেষে তিনি সিনেমাটি করতে রাজি হয়েছেন। কারণ, এখন অনেকটা ভারমুক্ত তিনি। সন্তান দুনিয়ায় এসেছে বছর ছুঁই ছুঁই। তাই কাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী। আর সেটা সন্দীপকে দিয়েই শুরু করছেন। অর্থাৎ শেষতক ‘স্পিরিট’ আসছে। সিনেমার নায়ক আগেই ঠিক করা ছিল। প্রভাসও দীপিকার সঙ্গে ফের কাজ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে। অন্যদিকে প্রথমবার সন্দীপ রেড্ডি ভাঙ্গার সঙ্গে কাজ করবেন, এটা দীপিকার জন্যও বড় পাওয়া। এ সিনেমায় তাকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। স্পিরিটের শুটিং শুরু হবে চলতি বছরের অক্টোবরে। ২০২৭ সালের প্রথমদিকে মুক্তি দেওয়ার পরিকল্পপনা রয়েছে নির্মাতার। এদিকে দীপিকা আর শাহরুখ খানের রসায়ন পুরোনো। শাহরুখের প্রায় সব সিনেমায়ই তার উপস্থিতি লক্ষণীয়। বাদ যাচ্ছেন আগাম সিনেমা ‘কিং’ও। এ সিনেমায় শাহরুখকন্যা সুহানা খানের মা হচ্ছেন এ অভিনেত্রী।

সম্প্রতি চুক্তিও সম্পন্ন করেছেন। শুটিংও শুরু করবেন শিগ্গির। শুধু চলতি বছরই নয়। ২০২৬ সালের জন্য তার শিডিউল অলরেডি বুকড। জানা গেছে, শাহরুখের ‘পাঠান-২’ এবং প্রভাসের সঙ্গে ‘কালকি-২’ সিনেমার সঙ্গেও থাকছেন এ অভিনেত্রী। যদিও এ দুটি সিনেমার বিষয়ে তিনি এখনো নিশ্চিত করে কিছু বলেননি।

জনপ্রিয় সংবাদ

‎অবহেলিত তালা-কলারোয়ার উন্নয়নে নিজেকে উৎস্বর্গ করতে চাই, বিগত সরকারের কোনো এমপি এলাকার উন্নয়নে কাজ করেনি-হাবিবুল ইসলাম হাবিব

আবারও প্রভাসের সঙ্গে জুটি বাঁধছেন দীপিকা

প্রকাশিত : ১০:১৪:২৪ পূর্বাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫

ভারতের দুই প্রভাবশালী অভিনয়শিল্পী প্রভাস ও দীপিকা পাডুকোন। একজন দক্ষিণ ভারত কাঁপিয়ে এখন রাজত্ব করছেন বলিউডে, অন্যজন বলিউড থেকে হাত প্রসারিত করছেন দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রিতে। এভাবেই চলছে তাদের কর্মযজ্ঞ।

গত বছর ‘কাল্কি ২৮৯৮ এডি’ সিনেমার মাধ্যমে প্রথমবার একসঙ্গে পর্দায় আসেন এ দুই সুপারস্টার। সিনেমাটি সুপারহিটের তকমা পেয়েছে। জানা গেছে, আবারও পর্দা ভাগাভাগি করছেন প্রভাস ও দীপিকা। আর তাদের নিয়ে সিনেমা বানানোর ঘোষণা দিয়েছেন বলিউড নির্মাতা সন্দীপ রেড্ডি ভাঙ্গা। সিনেমার নাম ‘স্পিরিট’।

এ নির্মাতার সিনেমার সংখ্যা বেশি নয়। হাতেগোনা কয়েকটি। তবে যেকটি বানিয়েছেন সবই হিট। তাই তার সিনেমায় অভিনয়ের প্রস্তাব সাধারণত কেউ ফিরিয়ে দেন না। একমাত্র দীপিকা ব্যতিক্রম। তিনি প্রস্তাব ফিরিয়েছিলেন। কারণ ‘স্পিরিট’ নির্মিত হওয়ার কথা ছিল গত বছরের শেষের দিকে। শুরু থেকেই নায়িকা হিসাবে নির্মাতার প্রথম পছন্দ ছিল দীপিকা। প্রস্তাবও দিয়েছিলেন অভিনেত্রীকে। কিন্তু দীপিকা ‘না’ করে দিয়েছেন। অবশ্য ইচ্ছা থাকলেও তিনি কাজটি করতে পারতেন না। কারণ সে সময় অভিনেত্রী ছিলেন অন্তঃসত্ত্বা। পছন্দের নায়িকাকে পেতে সন্দীপ অপেক্ষা করেছেন। আর অপেক্ষার মূল্যও দিয়েছেন দীপিকা।

অবশেষে তিনি সিনেমাটি করতে রাজি হয়েছেন। কারণ, এখন অনেকটা ভারমুক্ত তিনি। সন্তান দুনিয়ায় এসেছে বছর ছুঁই ছুঁই। তাই কাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী। আর সেটা সন্দীপকে দিয়েই শুরু করছেন। অর্থাৎ শেষতক ‘স্পিরিট’ আসছে। সিনেমার নায়ক আগেই ঠিক করা ছিল। প্রভাসও দীপিকার সঙ্গে ফের কাজ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে। অন্যদিকে প্রথমবার সন্দীপ রেড্ডি ভাঙ্গার সঙ্গে কাজ করবেন, এটা দীপিকার জন্যও বড় পাওয়া। এ সিনেমায় তাকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। স্পিরিটের শুটিং শুরু হবে চলতি বছরের অক্টোবরে। ২০২৭ সালের প্রথমদিকে মুক্তি দেওয়ার পরিকল্পপনা রয়েছে নির্মাতার। এদিকে দীপিকা আর শাহরুখ খানের রসায়ন পুরোনো। শাহরুখের প্রায় সব সিনেমায়ই তার উপস্থিতি লক্ষণীয়। বাদ যাচ্ছেন আগাম সিনেমা ‘কিং’ও। এ সিনেমায় শাহরুখকন্যা সুহানা খানের মা হচ্ছেন এ অভিনেত্রী।

সম্প্রতি চুক্তিও সম্পন্ন করেছেন। শুটিংও শুরু করবেন শিগ্গির। শুধু চলতি বছরই নয়। ২০২৬ সালের জন্য তার শিডিউল অলরেডি বুকড। জানা গেছে, শাহরুখের ‘পাঠান-২’ এবং প্রভাসের সঙ্গে ‘কালকি-২’ সিনেমার সঙ্গেও থাকছেন এ অভিনেত্রী। যদিও এ দুটি সিনেমার বিষয়ে তিনি এখনো নিশ্চিত করে কিছু বলেননি।