ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

আনন্দ মেলার চমক সাবিনা ইয়াসমিন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:২৭:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
  • ৯২ বার দেখা হয়েছে

আসছে ঈদুল আজহায় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) বিশেষ অনুষ্ঠান ‘ঈদ আনন্দ মেলা’য় গান পরিবেশন করবেন কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। আগামী বুধবার (২৮ মে) বিটিভির নিজস্ব স্টুডিওতে এ গানের দৃশ্যধারণে অংশ নেবেন সাবিনা ইয়াসমিন। অনুষ্ঠানটি যৌথভাবে প্রযোজনা করছেন শাহরিয়ার হাসান, হাসান রিয়াদ এবং মামুন মাহমুদ। প্রচার হবে ঈদের দিন রাতেই।

আয়োজন প্রসঙ্গে প্রযোজক মামুন মাহমুদ বলেন, ‘প্রতিবারের মতো এবারও বর্ণিল একটি অনুষ্ঠান উপহার দেওয়ার চেষ্টা করছি। দর্শক-শ্রোতাদের প্রত্যাশা থাকে- বড় মাপের কোনো শিল্পীর উপস্থিতি। এবারের সবচেয়ে বড় চমক সাবিনা ইয়াসমিন। আশা করি অনুষ্ঠানটি সবাইকে আনন্দ দেবে।’

শুধু সাবিনা ইয়াসমিনই নন, এবারের ঈদ আনন্দ মেলাকে ঘিরে অংশ নিচ্ছেন আরও অনেক তারকা। নাচ-গানের পাশাপাশি থাকছে বিশেষ চমক। এ ছাড়া দর্শকরা দেখতে পাবেন ব্যান্ড মাইলসের পরিবেশনা। উপস্থাপনায় থাকছেন জনপ্রিয় অভিনয়শিল্পী ইন্তেখাব দিনার ও নুসরাত ইমরোজ তিশা। এই প্রথমবারের মতো একসঙ্গে কোনো অনুষ্ঠান উপস্থাপনা করবেন তারা।

গত ৩১ জানুয়ারি একটি অনুষ্ঠানে গান গাইতে গাইতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। সেখান থেকে হাসপাতালে নেওয়া হয় তাকে। তবে সুস্থ হওয়ার পর ঢাকায় আর কোনো অনুষ্ঠানে গান করেননি তিনি। এরপর গত শনিবার (১৭ মে) কানাডার টরন্টোতে অষ্টম বাংলাদেশ ফেস্টিভ্যালের কনসার্টে প্রবাসীদের গান শোনান এই কিংবদন্তি শিল্পী।

অ্যাওয়ার্ড নাইট’ চালু করতে যাচ্ছে বিসিবি ১৯ বছর পর

আনন্দ মেলার চমক সাবিনা ইয়াসমিন

প্রকাশিত : ১১:২৭:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫

আসছে ঈদুল আজহায় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) বিশেষ অনুষ্ঠান ‘ঈদ আনন্দ মেলা’য় গান পরিবেশন করবেন কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। আগামী বুধবার (২৮ মে) বিটিভির নিজস্ব স্টুডিওতে এ গানের দৃশ্যধারণে অংশ নেবেন সাবিনা ইয়াসমিন। অনুষ্ঠানটি যৌথভাবে প্রযোজনা করছেন শাহরিয়ার হাসান, হাসান রিয়াদ এবং মামুন মাহমুদ। প্রচার হবে ঈদের দিন রাতেই।

আয়োজন প্রসঙ্গে প্রযোজক মামুন মাহমুদ বলেন, ‘প্রতিবারের মতো এবারও বর্ণিল একটি অনুষ্ঠান উপহার দেওয়ার চেষ্টা করছি। দর্শক-শ্রোতাদের প্রত্যাশা থাকে- বড় মাপের কোনো শিল্পীর উপস্থিতি। এবারের সবচেয়ে বড় চমক সাবিনা ইয়াসমিন। আশা করি অনুষ্ঠানটি সবাইকে আনন্দ দেবে।’

শুধু সাবিনা ইয়াসমিনই নন, এবারের ঈদ আনন্দ মেলাকে ঘিরে অংশ নিচ্ছেন আরও অনেক তারকা। নাচ-গানের পাশাপাশি থাকছে বিশেষ চমক। এ ছাড়া দর্শকরা দেখতে পাবেন ব্যান্ড মাইলসের পরিবেশনা। উপস্থাপনায় থাকছেন জনপ্রিয় অভিনয়শিল্পী ইন্তেখাব দিনার ও নুসরাত ইমরোজ তিশা। এই প্রথমবারের মতো একসঙ্গে কোনো অনুষ্ঠান উপস্থাপনা করবেন তারা।

গত ৩১ জানুয়ারি একটি অনুষ্ঠানে গান গাইতে গাইতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। সেখান থেকে হাসপাতালে নেওয়া হয় তাকে। তবে সুস্থ হওয়ার পর ঢাকায় আর কোনো অনুষ্ঠানে গান করেননি তিনি। এরপর গত শনিবার (১৭ মে) কানাডার টরন্টোতে অষ্টম বাংলাদেশ ফেস্টিভ্যালের কনসার্টে প্রবাসীদের গান শোনান এই কিংবদন্তি শিল্পী।