মানিকগঞ্জের পৃথক দুই মামলায় কণ্ঠশিল্পী ও মানিকগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে ৬ দিনের রিমান্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার (২২ মে) সকালে মানিকগঞ্জ সিনিয়র দায়রা ও জজ আদালত এই আদেশ দেয়।
এরআগে ঢাকা কাশিমপুর কারাগার থেকে মানিকগঞ্জের আদালতের কোর্ট কারাগারে তোলা হয় সাবেক এই সংসদ সদস্যকে। পরে আদালতে হাজির করা হয়।
জানা গেছে, ২০২৪ সালের সিংগাইরের গোবিন্দলের চার হত্যা মামলার আসামি হিসেবে তাকে মানিকগঞ্জ সিনিয়র দায়রা ও জজ আদালতে তোলা হয়।

ডেস্ক রিপোর্ট 




























