আগামীকাল ভুটানের বিপক্ষে বাংলাদেশের ফিফা প্রীতি ম্যাচ। সবার আগ্রহের কেন্দ্রে এখন দুজন—হামজা চৌধুরী ও ফাহামিদুল ইসলাম। দুই প্রবাসী ফুটবলারকে ঘিরেই যেন জমে উঠেছে ম্যাচ-পূর্ব আলোচনা।
আজ বাফুফে ভবনে স্প্যানিশ কোচের সংবাদ সম্মেলনে হামজা-ফাহামিদুলকে ঘিরে ছিল স্বাভাবিকের চেয়েও বেশি কৌতূহল। হামজা-ফাহামিদুল খেলবেন কি না, সরাসরি কিছু বলেননি কোচ, তবে আশার আলোটাও নিভিয়ে দেননি।
হামজা প্রসঙ্গে কোচ সংক্ষেপে বলেন, ‘সে অ্যাভেইলেবল।’ অর্থাৎ দলে রাখার মতো অবস্থায় আছেন তিনি। আর ফাহামিদুলের ব্যাপারে কাবরেরা কিছুটা খোলামেলা হয়ে বলেন, ‘কিছু ম্যাচ টাইম আমি তাকে দিতে চাই। আপনারা কাল সেটা দেখতে পারবেন।’
বাংলাদেশের হয়ে হামজার অভিষেক হয়েছে গত মার্চে ভারতের বিপক্ষে। তবে দেশের মাটিতে এটিই হবে তাঁর প্রথম ম্যাচ। ইতালিপ্রবাসী ১৮ বছর বয়সী ফাহামিদুল ইসলাম যদি কাল মাঠে নামেন, সেটিই হবে জাতীয় দলের হয়ে তাঁর আন্তর্জাতিক অভিষেক। কাল বদলি হিসেবেই দেখা যেতে পারে ফাহামিদুলকে। তবে কোচ বলেছেন, ‘চূড়ান্ত সিদ্ধান্ত হবে আজ রাতের শেষ অনুশীলন দেখে।’
সংবাদ সম্মেলন শেষে প্রথম আলোর পক্ষ থেকে কাবরেরাকে যখন সরাসরি প্রশ্ন করা হলো—‘কাল হামজা কি খেলছেন?’
কাবরেরা হেসে মাথা নাড়ালেন, ইতিবাচক ইঙ্গিত দিয়ে। আর ফাহামিদুলের বিষয়ে আবারও বললেন, ‘হ্যাঁ, কিছু সময় ওকে দেখা যাবে।’
এরপর আর দেরি করেননি স্প্যানিশ কোচ। দ্রুত বাফুফে ভবন ছাড়িয়ে জাতীয় স্টেডিয়ামের দিকে রওনা হন অনুশীলনে। আর সাংবাদিকদের কাছে রেখে যান ইতিবাচক কিছু ইঙ্গিত, আর সম্ভাবনার অপেক্ষা।