ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

মাদকসহ মাইক্রোবাস রেখে পালাল চালক

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০১:১৭:০৩ পূর্বাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫
  • ১২৯ বার দেখা হয়েছে

নীলফামারীতে সেনাবাহিনীর অভিযানে ১৬ বোতল দেশি মদ, পাঁচ বোতল ফেনসিডিল ও দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। রোববার (৮ জুন) রাত ১০টার দিকে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে এ অভিযান চালানো হয়।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, সেনাবাহিনীর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে একটি মাইক্রোবাসকে থামিয়ে তল্লাশি চালান। এ সময় গাড়ির ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা মাদকদ্রব্যগুলো উদ্ধার করা হয়। অভিযান টের পেয়ে চালক পালিয়ে যান। পরে মাদকসহ গাড়িটি নীলফামারী সদর থানায় হস্তান্তর করা হয়।

স্থানীয় বাসিন্দা আজিজুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, চৌরঙ্গী মোড় দীর্ঘদিন ধরেই মাদকের গোপন রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। সেনাবাহিনীর এ ধরনের অভিযান এলাকায় মাদকবিরোধী সচেতনতা তৈরি করবে।

নীলফামারী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এম আর সাইদ  বলেন, সেনাবাহিনীর সদস্যরা মাদকসহ মাইক্রোবাসটি আমাদের হেফাজতে দিয়েছেন। পলাতক চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।

মাদকসহ মাইক্রোবাস রেখে পালাল চালক

প্রকাশিত : ০১:১৭:০৩ পূর্বাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫

নীলফামারীতে সেনাবাহিনীর অভিযানে ১৬ বোতল দেশি মদ, পাঁচ বোতল ফেনসিডিল ও দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। রোববার (৮ জুন) রাত ১০টার দিকে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে এ অভিযান চালানো হয়।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, সেনাবাহিনীর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে একটি মাইক্রোবাসকে থামিয়ে তল্লাশি চালান। এ সময় গাড়ির ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা মাদকদ্রব্যগুলো উদ্ধার করা হয়। অভিযান টের পেয়ে চালক পালিয়ে যান। পরে মাদকসহ গাড়িটি নীলফামারী সদর থানায় হস্তান্তর করা হয়।

স্থানীয় বাসিন্দা আজিজুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, চৌরঙ্গী মোড় দীর্ঘদিন ধরেই মাদকের গোপন রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। সেনাবাহিনীর এ ধরনের অভিযান এলাকায় মাদকবিরোধী সচেতনতা তৈরি করবে।

নীলফামারী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এম আর সাইদ  বলেন, সেনাবাহিনীর সদস্যরা মাদকসহ মাইক্রোবাসটি আমাদের হেফাজতে দিয়েছেন। পলাতক চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।